/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/local-train.png)
প্রতীকী ছবি।
লোকাল ট্রেনের যাত্রা এবার দারুণ সুখকর হওয়া শুধুই সময়ের অপেক্ষা! আর ক'দিন পরেই দেবীপক্ষের সূচনা। এই দেবীপক্ষের সূচনার পুণ্যলগ্নে মাতৃশক্তিকে অভূতপূর্ব শ্রদ্ধা জানানোর পথে হাঁটতে পারে ভারতীয় রেল। এরাজ্যে মাতৃভূমি লেডিস স্পেশালে চালু হতে পারে প্রথম শ্রেণির কামরা। ঝাঁ চকচকে সাজানো-গোছানো এই কামরার তাকলাগানো সৌন্দর্য্য নজর কাড়বেই। কামরার দেওয়াল জুড়ে তুলির টানে অপূর্ব শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে পালকের মতো নরম সিটে আরামের যাত্রা উপভোগের সুযোগ থাকছে। আপাতত রাজ্যের একটিমাত্র শাখার মাতৃভূমি লোকালেই চালু হতে পারে প্রথম শ্রেণির এই কামরা।
এরাজ্যের কোন শাখার মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা চালু হতে পারে?
শিয়ালদহ-রানাঘাট শাখার মাতৃভূমি লোকালে সর্বপ্রথম মিলতে পারে এই আরাম-সফরের সোনালী সুযোগ। এই মাতৃভূমি লোকালের প্রথম শ্রেণির কামরায় এবার যাতায়াত হবে আরও আরামদায়ক, আরও সুখকর। কামরার নরম সিটে বসে আরামের যাত্রা উপভোগ করতে পারবেন যাত্রীরা। সম্প্রতি সেই কামরার কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/local-2.jpg)
সেগুলিতে দেখা যাচ্ছে কামরার দেওয়ালের কোথাও রয়েছে আগ্রার তাজমহলের ছবি, কোথাও রয়েছে দিল্লির ইন্ডিয়া গেটের ছবি। কোথাও বা এক মহিলা পাইলটকে দেখা যাচ্ছে। কোথাও ট্রেনের কামরার দেওয়ালে কলসি নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে এক গাঁয়ের বধূকে। প্রথম শ্রেণির এই কামরার মেঝেতে পাতা থাকবে সুদৃশ্য ম্যাট।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/local-1.jpg)
আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবে শিয়ালদহ-রানাঘাট শাখায় চলা মাতৃভমি লোকালেই মিলতে পারে এই সুযোগ। তবে ট্রেনটিতে প্রথম শ্রেণির কামরার পাশাপাশি দ্বিতীয় শ্রেণির কামরাও থাকবে। এতে সাড়া মিললে আরও কয়েকটি মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা চালু করা হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- দামী গ্যাজেট ও হাইফাই লাইফস্টাইলই ‘কাল’ হল? নিউটাউনে মেধাবী পড়ুয়ার হাড়হিম হত্যাকাণ্ড!
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/local-3.jpg)
দেবীপক্ষের পুণ্যলগ্নে মাতৃশক্তিকে অভূতপূর্ব এই উপহার দেওয়ার পথে রেল। স্বভাবিকভাবেই এই পরিষেবায় মহিলা রেলযাত্রীদের মধ্যে ভালো সাড়া পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ কামরায় যাতায়াতের ক্ষেত্রে যা ভাড়া গুণতে হয় তার থেকে বেশ খানিকটা বেশিই ভাড়া গুণতে হবে যাত্রীদের। যদিও সেই ভাড়া ঠিক কত হতে পারে সেব্যাপারে কোনও তথ্য মেলেনি রেলের তরফে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/local-4-1.jpg)