Advertisment

যাত্রী সুরক্ষায় সাঁতরাগাছির পথের ধারে রেলিং

পরিকাঠামো ছাড়াই সাঁতরাগাছিকে বাস টার্মিনাস হিসেবে গড়ে তোলায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে নিত্যযাত্রীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাঁতরাগাছি ন্যাশনাল হাইওয়েতে রেলিং বসাল হাওড়া পুলিশ। ছবি- অরিন্দম বসু

সাঁতরাগাছিতে পথ নিরাপত্তা বৃদ্ধি করতে এবং দুর্ঘটনা রুখতে রাস্তার ধারে নয়া রেলিং বসাল হাওড়া সিটি পুলিশ। ১১৭ নং জাতীয় সড়কে যানবাহনের গতি মসৃণ করতে এবার এই রেলিংয়েই ভরসা রাখতে চলেছে হাওড়া পুলিশ। সাঁতরাগাছি থেকে কলকাতা যাওয়ার বাস এবং যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সাঁতরাগাছির সার্ভিস রোডে। এমনকী যান নিয়ন্ত্রণ করতেও রীতিমতো হিমশিম খেতে হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের। এরমধ্যে যাত্রীদের যথেচ্ছভাবে রাস্তা পারাপার রুখতেই এই নয়া ব্যবস্থা নিল হাওড়া পুলিশ।

Advertisment

publive-image সাঁতরাগাছি সার্ভিসরোডে বসানো হল রেলিং। ছবি- অরিন্দম বসু

কেন এই ব্যবস্থা?

যাত্রীদের অভিযোগ, পরিকাঠামো ছাড়াই সাঁতরাগাছিকে বাস টার্মিনাস হিসেবে গড়ে তোলায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে শুধু যাত্রীদের সমস্যাই নয়, এলাকায় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশকেও সামলাতে হচ্ছে হাজারো সমস্যা। এমতাবস্থায় রেলিং বসানোর মাধ্যমে সমস্যার কিছুটা সমাধান হবে বলে মনে করছে হাওড়া সিটি পুলিশ।

আরও পড়ুন- বন্ধ রাখা হবে হাওড়ার বঙ্কিম সেতু, বিকল্প পথের সন্ধান দিল হাওড়া সিটি পুলিশ

১১৭ নং জাতীয় সড়কে যানবাহনের গতিকে মসৃণ করতে বেশ কিছু বছর আগেই কলকাতাগামী এবং বম্বে রোডগামী মূল জাতীয় সড়কের পাশে বাসযাত্রীদের জন্যে তৈরি করা হয়েছে সার্ভিসরোড। মূলত বাসযাত্রীদের সুষ্ঠু ও নিরাপদভাবে রাস্তা পারাপারের জন্য এবং অবাঞ্ছিত দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলকাতাগামী সার্ভিসরোডে যাত্রীদের জন্যে শেড করা হলেও মুম্বাইগামী রাস্তায় নেই কোনও শেড। ফলে সাঁতরাগাছিতে বাস থেকে নামার পর লাগামহীনভাবে পারাপারের ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড় ছিল। যাত্রীদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে রাস্তার ধার দিয়েই তৈরি করা হয়েছিল ফুটপাথ। এবার সেই ফুটপাথের ধারেই লোহার রেলিং দেওয়া হল যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, এমনটাই জানানো হয় পুলিশ সূত্রে। ফলে দুর্ঘটনা কমার পাশাপাশি, গতিও বেড়েছে যানবাহনের।

আরও পড়ুন- ২০০ বছরের পুরানো ছাপাখানার খোঁজ মিলল হাওড়ায়

যাত্রীসুরক্ষার জন্য রেলিং বসানো প্রসঙ্গে কোনা ট্র্যাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ মাহাতো বলেন, “বম্বে রোডগামী সার্ভিস রোডের পাশে যাত্রীদের অপেক্ষার জন্যে একটি শেড করার কথা জনানো হয়েছে। পাশাপাশি আপ ও ডাউন লেনগুলিতে মার্কিং করার কথাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে”।

হাওড়া জেলার সব খবর পড়ুন এখানে

Howrah West Bengal
Advertisment