Eastern Rail: যাত্রী সুরক্ষায় আরও এক ধাপ! এই স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল রেল

RPF: সম্প্রতি আরও বাড়তি রেলের সুরক্ষা কর্মীদের এই স্টেশনে মোতায়েন করা হয়েছে। গোটা স্টেশন চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে।

RPF: সম্প্রতি আরও বাড়তি রেলের সুরক্ষা কর্মীদের এই স্টেশনে মোতায়েন করা হয়েছে। গোটা স্টেশন চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Railways increases security at Jangipur station,জঙ্গিপুর স্টেশনের সুরক্ষা বাড়াল রেল

এই স্টেশনের সুরক্ষা আরও বাড়িয়েছে রেল।

Railways increases security at Jangipur station: জঙ্গিপুর রেলওয়ে স্টেশনে সম্প্রতি আরপিএফ (রেলওয়ে সুরক্ষা বাহিনী) এর বাড়তি মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে স্টেশন চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।​অতিরিক্ত ৪০ জন আরপিএফ কর্মী নিউ জলপাইগুড়ি ডিভিশন থেকে জঙ্গিপুরে এসেছেন। 

Advertisment

আরপিএফ মূলত রেলওয়ের সম্পত্তি এবং যাত্রীদের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত। তারা স্টেশনে টহল, যাত্রীদের ব্যাগ তল্লাশি এবং সন্দেহভাজন কার্যকলাপের উপর নজরদারি করে থাকে। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা স্টেশনে যাত্রীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে সহায়তা করে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরপিএফ এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্টেশনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।​এই পদক্ষেপের ফলে জঙ্গিপুর স্টেশনে যাত্রীরা আরও নিরাপদ বোধ করবেন এবং স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি ঘটবে।

আরও পড়ুন- West Bengal News Live: মোথাবাড়িতে শুভেন্দু, NIA-CBI তদন্তের দাবিতে সোচ্চার বিরোধী দলনেতা

Advertisment

জঙ্গিপুরে গত ৮ এপ্রিল ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল। রঘুনাথগঞ্জের ওমরপুর মোড়ে আন্দোলনকারীরা পুলিশের দুটি গাড়ি সহ একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে টিআর গ্যাসের শেল ফাটায় পুলিশ। ব্যাপক লাঠিচার্জ পর্যন্ত চলে। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরবর্তী সময়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- Kolkata Weather Today: জেলায়-জেলায় ঝড়-জলের সম্ভাবনা, অস্বস্তিকর গরম থেকে মিলবে রেহাই

তারপর থেকেই জঙ্গিপুর মহকুমা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সেই সঙ্গে ১৬৩ ধারাও লাগু করা হয়েছিল। শুক্রবার সন্ধে ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকার কথা রয়েছে। এরই মধ্যে জলপাইগুড়ি ডিভিশনের পক্ষ থেকে জঙ্গিপুর স্টেশন চত্বরের সুরক্ষা বাড়ানো হল।

RPF Eastern Railway news in west bengal Bengali News Today