/indian-express-bangla/media/media_files/2025/04/11/Z3ZmslgtpnaCQfQuAIzp.jpg)
ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার
Latest West Bengal News Highlights: জঙ্গিপুরের অশান্তির রেশ এখনও কাটেনি, ফের নতুন করে রণক্ষেত্র হয়ে উঠল জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ ব্লক। দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি রীতিমত অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিন বিকেলে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সুতি থানার সাজুরমোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের উপর আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পথচলতি মানুষজন।
ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার। মুর্শিদাবাদের সুতিতে চরম উত্তেজনা । পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর। পাশাপাশি দেদার ভাংচুরের ঘটনা ঘটে রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। ঘটনার জেরে আটকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। থমকে যায় উত্তরবঙ্গগামী বাস পরিষেবাও। এনিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ । ওয়াকফ-বিরোধী হিংসাত্মক বিক্ষোভে উত্তাল রাজ্য। মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী আন্দোলনে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। যাত্রীরা আতঙ্কিত এবং রেল স্টেশন যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রাজনৈতিক স্বার্থে বাংলার শাসনব্যবস্থাকে উনি বিসর্জন দিয়েছেন যার মূল্য দিতে হচ্ছে বাংলার জনগণকে। রাজ্যে আইন-শৃঙ্খলা নেই, শুধু ভয়ের বাতাবরণ। আমরা কি এই পশ্চিমবঙ্গ চেয়েছিলাম? ঘটনার যাবতীয় দায় নিয়ে এখনই ওনার পদত্যাগ করা উচিত"!
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে শিক্ষকদের বৈঠক। সংগ্রামী যৌথ মঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষের দাবি, প্রথমত সরকার পক্ষ নমনীয় ভাবে সৎ কাজ করার চেষ্টা করুক। যেন মনে হচ্ছে অযোগ্যদের রক্ষা করাই কাজ সরকারের। আগে অযোগ্যদের টার্মিনেশন লেটার দেওয়া হোক। পাশাপাশি নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করুক। সার্টিফায়েড করা হোক ওই তালিকায় একজনও অযোগ্য ক্যান্ডিডেট নেই। এছাড়া ২০১৬ শিক্ষাক নিয়োগ পরীক্ষার সমস্ত ওএমআর শিট প্রকাশ করতে হবে।"
চাকরি বাঁচাতে রাস্তাই পথ, SSC ভবন অভিযানে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। করুণাময়ী থেকে এসএসসি দফতরের উদ্দেশে মিছিল করে গিয়েছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। রাস্তায় বসে প্রতিবাদ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় আন্দোলনে চাকরিহারারা। এসএসসি-র কর্তাদের সঙ্গে বৈঠকে মরিয়া চাকরিহারা শিক্ষকরা। মিছিল থেকে উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। 'আমরা আমাদের চাকরি ফেরত চাই', দাবিতে অনড় চাকরিহারারা।
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে অবশেষে মালদহের মোথাবাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোথাবাড়ির অশান্তি বিধ্বস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বিরোধী দলনেতার। এদিন একাই কনভয় নিয়ে মালদহের মোথাবাড়িতে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মানুষকে দাবিয়ে রেখেছে সরকার। NIA-CBI তদন্তের দাবি করছি। অনেক লড়াই করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলাম। তিনবার আমি চেষ্টা করেছি ঢোকার, আমাকে ঢুকতে দেয়নি। ৬ জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আইনি লড়াই করছি। দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। মোথাবাড়িতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার।"
-
Apr 11, 2025 14:22 IST
West Bengal News Live:CBI দফতরে যাবেন সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা
আজ সংগ্রামী যৌথ মঞ্চের একটি প্রতিনিধি দল বেলা তিনটের সময় CBI দফতরে যাবে। SSC-এর OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে এসএসসি কর্তাদের সঙ্গে কথা বলবেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।
-
Apr 11, 2025 13:27 IST
West Bengal News Live:প্রয়াত রেজ্জাক মোল্লা
বাংলার রাজনীতিতে এই এক নক্ষত্র পতন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে বাকরি গ্রামে তার বাড়িতেই প্রয়াত হয়েছেন রেজ্জাক মোল্লা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। সক্রিয় রাজনীতি থেকে বহুদিন নিজেকে দূরে রেখেছিলেন। ৮২ বছর বয়সে প্রয়াত হলেন রেজ্জাক মোল্লা।
বিস্তারিত পড়ুন- Abdur Razzak Mollah Death:বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন! প্রয়াত রেজ্জাক মোল্লা
-
Apr 11, 2025 11:35 IST
West Bengal News Live:মমতাকে চরম বার্তা দিলীপের!
ফের দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চাকরি বাতিল ইস্যুতে ফের একবার মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনায় BJP-র প্রাক্তন সাংসদ। শুক্রবার পুরাতন মালদহে 'চায়ে পে চর্চা' শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার SSC দুর্নীতি নিয়ে তৃণমূল সুপ্রিমোকে তুলোধনা করেছেন প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি।
বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: 'একদিন জেলে যেতেই হবে', SSC-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিলীপের!
-
Apr 11, 2025 10:31 IST
West Bengal News Live:ঠাকুরপুকুরে দুর্ঘটনার তদন্তে হোমিসাইড শাখা
ঠাকুরপুকুরে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে পিষে মারার ঘটনার তদন্তভার গেল লালবাজারের হোমিসাইড শাখার হাতে। মৃতের পরিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে ঘটনাটি মিটিয়ে নিতে তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে। তবে এবার ঘটনার তদন্তভার গেল লালবাজারের হোমিসাইড শাখার খাতে। ঘটনার গুরুত্ব বুঝেই কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশে এই তদন্তভার গিয়েছে হোমিসাইড শাখার হাতে।
-
Apr 11, 2025 09:34 IST
West Bengal News Live: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। জয়নগরের উত্তর দুর্গাপুরের ঘটনা। মৃত ব্যক্তি জুলফিকার শেখ গতকাল রাতে জয়নগরের গঞ্জের বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। উত্তর দুর্গাপুর এলাকায় নিজের গ্রামের রাস্তায় সাইকেল নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। তাতেই মৃত্যু হয় জুলফিকারের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকে গ্রামের মধ্যে রাস্তায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
-
Apr 11, 2025 09:27 IST
West Bengal News Live:ঝড়-জলের সম্ভাবনা
ঘূর্ণাবর্তের জেরে শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলার ঝড়-বৃষ্টি হয়েছে। তারই জেরে ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আরও ৫-৬ দিন রাজ্যের জেলায় জেলায় এমন দুর্যোগের পরিস্থিতি থাকবে।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: জেলায়-জেলায় ঝড়-জলের সম্ভাবনা, অস্বস্তিকর গরম থেকে মিলবে রেহাই