Vande Bharat: উৎসবের মরসুমে যাত্রী স্বাচ্ছন্দ্যে বিরাট উদ্যোগ রেলের, বন্দে ভারত নিয়ে এবার যুগান্তকারী পদক্ষেপ

Vande Bharat: বন্দে ভারত ট্রেনে কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেলের এই সিদ্ধান্তের ফলে এখন যাত্রীদের আসন পাওয়া আগের তুলনায় আরও সহজ হতে চলেছে।

Vande Bharat: বন্দে ভারত ট্রেনে কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেলের এই সিদ্ধান্তের ফলে এখন যাত্রীদের আসন পাওয়া আগের তুলনায় আরও সহজ হতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

উৎসবের মরসুমে যাত্রী স্বাচ্ছন্দ্যে বিরাট উদ্যোগ রেলের, বন্দে ভারত নিয়ে এবার যুগান্তকারী পদক্ষেপ

Vande Bharat:  বন্দে ভারত ট্রেনে কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেলের এই সিদ্ধান্তের ফলে এখন যাত্রীদের আসন পাওয়া আগের তুলনায় আরও সহজ হতে চলেছে। রেলের এই উদ্যোগের মাধ্যমে সাতটি গুরুত্বপূর্ণ রুটে আসন সংখ্যা বৃদ্ধি করতে চলেছে।

Advertisment

ভারতীয় রেলওয়ে সর্বদা যাত্রীসাধারণের সুবিধা নিশ্চিত করতে নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসে। দ্রুতগতির এবং আধুনিক সুবিধাযুক্ত বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এর প্রেক্ষিতে, ভারতীয় রেল বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে বন্দে ভারত ট্রেনের কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যাত্রীদের জন্য আরও আসন পাওয়া আরও সহজ হতে চলেছে।  

নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের জুলাই পর্যন্ত বন্দে ভারত ট্রেনের যাত্রী সংখ্যা ও জনপ্রিয়তা নিয়ে বিস্তারিত গবেষণা চালানো হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, এই ট্রেনগুলির চাহিদা প্রতিদিন বাড়ছে এবং বেশিরভাগ রুটে আসন পূর্ণ থাকে। বর্তমানে ট্রেনগুলি ৮ ও ১৬ কোচ নিয়ে চলাচল করছে। তবে এবার তিনটি ট্রেনে কোচ সংখ্যা ১৬ থেকে ২০ এবং চারটি ট্রেনে ৮ থেকে ১৬ কোচে বৃদ্ধি করা হবে।তথ্য অনুযায়ী, এই পরিবর্তনের ফলে যাত্রীরা আরও আরামদায়ক ভ্রমণের সুবিধা পাবেন। 

Advertisment

কোচ সংখ্যা বৃদ্ধি পাবে এমন সাতটি রুট হল: ম্যাঙ্গালুরু সেন্ট্রাল–তিরুবনন্তপুরম সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ–তিরুপতি, চেন্নাই এগমোর–তিরুনেলভেলি, মাদুরাই–বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট, দেওঘর–বারাণসী, হাওড়া–রৌরকেলা এবং ইন্দোর–নাগপুর।

এই সিদ্ধান্তের ফলে যাত্রীরা সহজেই বন্দে ভারতের টিকিট পাবেন। ভিড় কমার কারণে এবং ভ্রমণ আরও আরামদায়ক হবে। রেলওয়ে ভবিষ্যতে বন্দে ভারত ট্রেনের সাফল্যকে ভিত্তি করে হাই-স্পিড রেল প্রকল্পগুলোকে আরও সম্প্রসারণ করবে এবং দেশের যাত্রীদের দ্রুত, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

আরও পড়ুন- অসাধ্য সাধন কলকাতার হাসপাতালের, জটিল হার্টের চিকিৎসায় প্রাণ বাঁচল ৯ বছরের বালকের

Vande Bharat Express