গরমে খানিকটা স্বস্তি দিতে আবারও আসছে বৃষ্টি। কিছুক্ষণের মধ্য়ে রাজ্য়ের কয়েকটি জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, নদিয়া,উত্তর ২৪ পরগনা, মালদা, দক্ষিণ দিনাজপুরে কয়েক ঘণ্টার মধ্য়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ওই এলাকায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: আমফান-তাণ্ডবের এক সপ্তাহের মাথায় কালবৈশাখী, বাংলায় মৃত ১
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় ঝড়-বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন