ঘণ্টা দুয়েকের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী

ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে স্বস্তির বার্তা দিলেও, এখনই কলকাতার অস্বস্তি কাটছে না।

ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে স্বস্তির বার্তা দিলেও, এখনই কলকাতার অস্বস্তি কাটছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাঁসফাঁস গরম থেকে খানিক স্বস্তি দিতে কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চার জেলায় ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে স্বস্তির বার্তা দিলেও, এখনই গরম থেকে রেহাই নেই কলকাতার। অস্বস্তিকর গরমে পুড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আপাতত এখনই কলকাতা-সহ পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisment

আরও পড়ুন: চমৎকার! পছন্দের চালকের সঙ্গে এবার যাত্রা করুন উবারে
উল্লেখ্য, দহনজ্বালা মেটাতে এখন তাই বাংলার ভরসা বর্ষা। জুন মানেই শহরে বর্ষার আসার সময়। কিন্তু এখানেই খানিকটা বঙ্গবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ, বর্ষা নিয়ে মৌসম ভবনের পূর্বাভাস। কেরালায় এবার স্বাভাবিক সময়ের ৫ দিন পর বর্ষা ঢুকছে। এ দেশে প্রথম কেরালাতেই প্রতিবছর পা রাখে। কিন্তু সেখানেই যদি বর্ষা ঢুকতে দেরি করে তাহলে বাংলায় কী হবে? বাংলায় কি আরও দেরিতে বর্ষা আসবে?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে আবহাওয়া দফতরের অধিকর্তা বলেন,‘‘কেরালায় দেরিতে বর্ষা এলে, বাংলায় কোনও প্রভাব পড়বে না। ১৮-১৯ মে নাগাদ আন্দামানের কিছু অংশে বর্ষা ঢুকতে পারে। তবে কেরালায় দেরিতে আসবে বলে যে বাংলায় দেরিতে আসবে, তার কোনও মানে নেই’’।

weather Weather Report