দুর্যোগ পিছু ছাড়বে না এখনই। বৃহস্পতিবার রাতের পর শুক্রবারও দিনভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি। এমনকী কোথাও-কোথাও আজ শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে শুক্রবার দিনভর রাজ্যের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে।
শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় মেঘলা আকাশ। কোনও-কোনও জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিন দুয়েক দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ‘ভর্তি থাকার মতো কিছু হয়নি’, বিজেপির জিতেন্দ্রকে ফেরত পাঠাল SSKM
শুক্রবার রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজ শিলাবৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দুই বর্ধমানে। এরই পাশাপাশি নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশেও আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন- স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই বিরল প্রতিভায় সেরার সেরা স্বীকৃতি, খুদে আরাধ্য’র কাণ্ডে শোরগোল
উপকূলের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের প্রবল আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।