/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Abhishek-Banerjee.jpg)
Abhishek Banerjee: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee: মুম্বই হামলার ষড়যন্ত্রকারীদের নিশানায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)? বাণিজ্যনগরী মুম্বই (Mumbai) থেকে রাজারাম রেগি নামে এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতায় এসে এই রাজারাম রেগি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসের সামনে রেইকি করেছেন বলে খবর পুলিশ সূত্রে।
জানা গিয়েছে, এই রাজারাম রেগি কলকাতায় এসে কয়েকদিন ছিলেন। তিনি শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি হোটেলে রুম বুক করেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। এরপর তিনি অভিষেকের বাড়ি ও অফিসের সামনের এলাকার রেইকি করেছিলেন বলেও খবর মিলেছে। এই ঘটনার খবর মিলতেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ।
আরও পড়ুন- SSC Recruitment Verdict: SSC মামলার ঐতিহাসিক রায়দান হাইকোর্টের, ভোটের আবহে চূড়ান্ত ধাক্কা রাজ্যের!
তদন্ত নেমে সোমবার মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে রাজারাম রেগিকে। জানা গিয়েছে, এই রাজারামের সঙ্গে ২৬-১১-এর মুম্বই হামলার চক্রী ডেভিড কোলম্যান হেডলির দেখা হয়েছিল। হেডলি মুম্বইতে গেলে তাঁর সঙ্গে সেই সময় দেখা হয়েছিল রাজারামের। তবে কলকাতায় এসে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসের কেন রেইকি করেছিলেন রাজারাম? তা এখনও স্পষ্ট হয়নি।
তাঁকে জেরা করে এব্যাপারে আরও তথ্য জোগাড়ের চেষ্টায় পুলিশ। তবে এই ঘটনার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের এলাকার সুরক্ষাও আরও বাড়ানো হয়েছে।