School Student Death: এক ঘণ্টার মধ্যেই দু'বার হার্ট অ্যাটাক, স্কুলেই মৃত্যু কোলে ঢলে পড়ল চতুর্থ শ্রেণির ছাত্রী। মর্মান্তিক এই ঘটনায় বাকরুদ্ধ স্কুলের সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকারা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকারে একটি স্কুলে।
মাত্র এক ঘন্টার মধ্যেই সব শেষ। ৯ বছর বয়সে স্কুলে ২ বার হার্ট অ্যাটাক, মৃত্যুর কোলে ঢলে পড়ল চতুর্থ শ্রেণির ছাত্রী।মৃত ছাত্রীর নাম প্রাচী। সে সিকারের দান্তা এলাকার আদর্শ বিদ্যা মন্দির স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। প্রাচী সকাল ১১টার সময় স্কুলে প্রথমবার হৃদরোগে আক্রান্ত হয়। সে সময় তার খাবারের বাক্সটি মাটিতে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা সঙ্গে সঙ্গেই তাকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত দান্তা কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যান। স্কুলের প্রধান শিক্ষক নন্দ কিশোর জানান, “আমাদের স্কুলে এর আগেও অনেক ছাত্র-ছাত্রীদের মাঝে মাঝে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছিল। সাধারণত তারা জল খেয়েই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু প্রাচীর অবস্থা একটু অন্যরকম ছিল।”
চিকিৎসকেরা প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিকার শহরের সরকারি হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। কিন্তু দুর্ভাগ্যবশত, অ্যাম্বুলেন্সে ওঠার পর ফের একবার হৃদরোগে আক্রান্ত হয় প্রাচী। সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা ইনজেকশন দেন, প্রয়োজনীয় চিকিৎসাও প্রদান করা হয়। কিন্তু কিছুই কাজে আসেনি।
দান্তা সিএইচসি-র চিকিৎসক ডাঃ আর.কে. জাঙ্গিদ জানান, “মেয়েটির অবস্থার সাময়িক উন্নতি হলেও হাসপাতালের পথে ফের হৃদরোগে আক্রান্ত হয়। আমরা অক্সিজেন দিই এবং যথাসাধ্য চেষ্টা করি।” অ্যাম্বুলেন্সটি দুপুর ১২টা ১৫ মিনিটে ছাড়ে এবং ১টা ৩০ মিনিটে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে প্রাচী আর বেঁচে নেই। ডাঃ জাঙ্গিদ আরও জানান, এখনও পোস্টমর্টেম হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হার্ট অ্যাটাকের কারণেই মৃত্য হয়েছে ওই ছাত্রীর।
প্রাচীর শিক্ষকরা জানিয়েছেন, প্রাচী অত্যন্ত হাসিখুশি এবং প্রাণবন্ত একটি মেয়ে। প্রধান শিক্ষক বলেন, এমন একটি মৃত্যু মেনে নেওয়া আমাদের পক্ষে খুবই কঠিন।” এই দুর্ঘটনা স্কুল ও এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।