indigo flight:মাঝ আকাশেই 'বিরাট বিপদ' টের পেয়ে গিয়েছিলেন পাইলট, তারপরেই নিলেন এই সিদ্ধান্ত

indigo flight engine failure:মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে গভীর ত্রুটি ধরা পড়ে। ওই সময় বেসরকারি সংস্থা ইন্ডিগোর ওই বিমানটি ভুবনেশ্বরের প্রায় ১০০ নটিক্যাল মাইল উত্তরে ছিল।

indigo flight engine failure:মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে গভীর ত্রুটি ধরা পড়ে। ওই সময় বেসরকারি সংস্থা ইন্ডিগোর ওই বিমানটি ভুবনেশ্বরের প্রায় ১০০ নটিক্যাল মাইল উত্তরে ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
"indigo flght, indigo tickets, indigo patna to delhi, indigo delhi flight, flight bird hit, patna to delhi indigo flight, delhi flights, Breaking News, latest news today's, latest news, Latest Breaking News, Breaking News, Today's Breaking and Latest news, Latest News Today, Latest Breaking News Headlines

প্রতীকী ছবি।

delhi goa indigo flight engine failure: মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। বুধবার রাতে দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে ইন্ডিগোর ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দ্রুত বিমানটিকে মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয়। ১৯১ জন যাত্রী এবং ক্রু সদস্যকে নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে। গতকাল রাত ৯.৫৩ মিনিটে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (সিএসএমআইএ) নিরাপদে নামে বিমানটি। ইন্ডিগোর বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল। ভুবনেশ্বরের প্রায় ১০০ নটিক্যাল মাইল উত্তরে ছিল বিমানটি, সেই সময়ে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। 

Advertisment

পাইলটরা "প্যান প্যান প্যান" কল জারি করেন - এটি একটি আন্তর্জাতিক রেডিও বিপদ সংকেত যা জরুরি পরিস্থিতি নির্দেশ করে। রাত ৯.৩২ মিনিটে মুম্বইয়ে বিমানটি নামানোর সিদ্ধান্ত হয়। স্ট্যান্ডার্ড জরুরি প্রোটোকল অনুসারে, CSMIA কর্তৃপক্ষ রাত ৯.৩৫ মিনিটে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে। অবতরণের পর অগ্নিনির্বাপক ইউনিট এবং একটি অ্যাম্বুলেন্সকে প্রস্তুত রাখা হয়েছিল। বিমানটিকে এসকর্ট করা হয়। বিমানটি নিরাপদে পার্কিং বেতে ট্যাক্সি করে নেওয়ার পর, রাত ৯.৫৭ মিনিটে জরুরি অবস্থা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়।

CSMIA-এর একজন মুখপাত্র বলেন, “বিমানটি রাত ৯:৫২ মিনিটে নিরাপদে অবতরণ করে। রাত ৯:৫৭ মিনিটে সম্পূর্ণ জরুরি অবস্থা বাতিল করা হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।" এই ঘটনার সময় বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম প্রভাবিত হয়নি বলেই জানিয়েছেন ওই আধিকারিক।

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates:নতুন করে হিংসায় উত্তাল বাংলাদেশ, গোপালগঞ্জে আগুনে সংঘর্ষ, ভাঙচুর, নিহত ৪, জারি কার্ফু

এদিকে ইন্ডিগো বৃহস্পতিবার একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, “১৬ জুলাই ২০২৫ তারিখে দিল্লি থেকে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় ফ্লাইট ৬ই ৬২৭১-এ একটি কারিগরি ত্রুটি লক্ষ্য করা যায়। প্রোটোকল অনুসরণ করে, ফ্লাইটটি ঘুরিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়।”

আরও পড়ুন- Kolkata Rain Forecast: ভারী বৃষ্টির পূর্বাভাস আজও, বেলা গড়াতেই আবহাওয়ায় বড় বদল কোন কোন জেলায়?

সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। বিমান সংস্থাটি জানিয়েছে, পরিষেবায় ফিরে আসার আগে বিমানটি প্রযুক্তিগত পরিদর্শন করা হবে। যাত্রীদের গোয়া যাত্রা চালিয়ে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। সিএসএমআইএ কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার জন্য টার্মিনাল অপারেশন টিম সারা সন্ধ্যা জুড়ে সতর্ক ছিল।

flight Indigo mumbai airport