সারদা মামলায় ফের স্বস্তি পেলেন রাজীব কুমার। গ্রেফতারির স্থগিতাদেশের মেয়াদ বাড়ল রাজীব কুমারের। আগামী ২২ জুলাই পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করা যাবে না। মঙ্গলবার রাজীবের গ্রেফতারির অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি আশা অরোরার সিঙ্গল বেঞ্চ। এই সময়ের মধ্যে কলকাতার প্রাক্তন নগরপালের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ করা যাবে না। এ মামলার পরবর্তী শুনানি ১৫ জুলাই। উল্লেখ্য, এর আগে রাজীব কুমারকে গ্রেফতারির ‘রক্ষাকবচ’ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত ৩০ মে রাজীবের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট।
আরও পড়ুন: রাজীব কুমারকে আপাতত গ্রেফতার নয়: কলকাতা হাইকোর্ট
উল্লেখ্য, সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এ নিয়ে বিস্তর টানাপোড়েন চলে। শেষমেশ জুন মাসে সিজিও দফতরে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন রাজীব কুমার। সেদিন প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবকে।
প্রসঙ্গত, শিলঙে জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া হয়ে ওঠে সিবিআই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এ মামলায় রাজীব কুমারের গ্রেফতারির ‘রক্ষাকবচ’ সরিয়ে নেয় শীর্ষ আদালত। তবে কলকাতার প্রাক্তন নগরপালকে ৭ দিনের আইনি সুরক্ষা দেয় আদালত। রাজীবের সেই সুরক্ষার মেয়াদ আগেই শেষ হয়েছে। এরপর বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানাতে গিয়ে ধাক্কা খান রাজীব। আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় মামলা গ্রহণই হয় না। এর মধ্যেই কলকাতায় লাউডন স্ট্রিটে রাজীবের বাড়িতে ফের হানা দেন সিবিআই আধিকারিকরা। রাজীবকে তলবের নোটিসও দেওয়া হয়। কিন্তু ৬ দিনের ছুটিতে বারাণসীতে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেন রাজীব। এরপর সিবিআইয়ের তলবি নোটিসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব। এ মামলায় রাজীবকে প্রায় ১ মাসের ‘রক্ষাকবচ’ দেয় হাইকোর্ট। তবে সিবিআই ডাকলে রাজীবকে জিজ্ঞাসাবাদ পর্বে যোগ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল আদালত।