ফের ভারতের দিকে চোখ তুলে তাকালো পাকিস্তান, যোগ্য জবাব ভারতীয় সেনার

সূত্রের খবর, বুধবার সকালে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। জম্মু জোনাল পুলিশ মিডিয়া সেন্টারের তরফে জানানো হয়েছে, বর্তমানে গোটা অঞ্চল ঘিরে রাখা হয়েছে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

সূত্রের খবর, বুধবার সকালে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। জম্মু জোনাল পুলিশ মিডিয়া সেন্টারের তরফে জানানো হয়েছে, বর্তমানে গোটা অঞ্চল ঘিরে রাখা হয়েছে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Road Accident in Jammu Kashmir

জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি

ফের ভারতের দিকে চোখ তুলে তাকালো পাকিস্তান। যোগ্য জবাব ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো সময় হঠাৎ করেই বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। চলছে বিরাট এনকাউন্টার। সূত্রের খবর, বুধবার সকালে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। জম্মু জোনাল পুলিশ মিডিয়া সেন্টারের তরফে জানানো হয়েছে, বর্তমানে গোটা অঞ্চল ঘিরে রাখা হয়েছে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণরেখা (এলওসি) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, জঙ্গিরা ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে এবং তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে। রিপোর্ট অনুযায়ী, তারা স্থানীয়দের সহায়তায় ওই প্রত্যন্ত, পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছে। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই তাদের অবস্থান চিহ্নিত করেছে এবং জঙ্গিদের খুঁজে বের করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisment

এদিকে, এলাকায় ব্যাপক তুষারপাত ও পিচ্ছিল ভূখণ্ডের কারণে নিরাপত্তা বাহিনীকে অভিযানে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবুও, বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে। সেনাবাহিনী ড্রোন ও থার্মাল ইমেজিং ডিভাইস ব্যবহার করে জঙ্গিদের সঠিক অবস্থান শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন- বুক কাঁপানো দুর্ঘটনা, মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি নিথর দেহ, 'চোখে জল' প্রধানমন্ত্রীর

Jammu-Kashmir Encunter Indian army