/indian-express-bangla/media/media_files/2025/10/08/himachal-bilaspur-bus-landslide-accident-18-dead-2025-10-08-09-52-42.jpg)
হাসপাতালে স্তূপাকৃতি নিথর দেহ, 'চোখে জল' প্রধানমন্ত্রীর
Himachal Pradesh Accident: ভয়াবহ দুর্ঘটনা। ভুমিধসের কবলে বেসরকারি বাস। মৃত্যু কমপক্ষে ১৮ জনের। আহত আরও বেশ কয়েকজন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি ক্ষতিপুরণের কথাও কেন্দ্রর তরফে ঘোষণা করা হয়েছে।
এটাও পড়ুন-ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব! মমতার নির্দেশে আগরতলায় কুণাল, সায়নীরা
হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ভুমিধসের কবলে যাত্রীবোঝাই বাস। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। বিলাসপুরের ভাল্লু এলাকায়। জানা গেছে, দুর্ঘটনার সময় এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। বাসটিতে প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন। হঠাৎ পাহাড়ের বড় অংশ ধসে পড়ে বাসটির উপর, মুহূর্তে চাপা পড়ে যান যাত্রীরা।
প্রাথমিকভাবে ধ্বংসস্তূপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরও তিনজনের মৃতদেহ মেলে। দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে এখনও এক শিশু নিখোঁজ রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
এটাও পড়ুন-কলকাতার কার্নিভাল ছেড়ে উত্তরবঙ্গে না যাওয়া নিয়ে শুভেন্দু-অধীরদের কটাক্ষের জবাব দিলেন মমতা
জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নেমেছেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, “পাহাড়ের বিশাল অংশ হঠাৎই বাসের উপর ভেঙে পড়ে। শব্দ শুনে আমরা দৌড়ে যাই, কিন্তু অধিকাংশ যাত্রী তখনই প্রাণ হারিয়েছেন।”
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার অভিযান ঝড়ের গতিতে চলছে এবং আহতদের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করা হয়েছে।
এটাও পড়ুন-ত্রাণ বিলিতে গিয়ে ফের 'আক্রান্ত' BJP বিধায়ক, গাড়ি ভাঙচুর, আহত ৪
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি মুর্মু এক্স (X)-এ লিখেছেন, “হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের ফলে বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
হিমাচলের উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী বলেন, “বাস দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তিনজনের অবস্থা গুরুতর।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং আরও কিছু নিখোঁজ যাত্রীর খোঁজ চলছে।