চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূলের পুর-চেয়ারম্যান, উদ্ধার বিপুল নগদ-বন্দুক

এসএসসি, গরু পাচার দুর্নীতির মধ্যেই ফের মাথাচাড়া দিল চিটফান্ড কেলেঙ্কারি।

এসএসসি, গরু পাচার দুর্নীতির মধ্যেই ফের মাথাচাড়া দিল চিটফান্ড কেলেঙ্কারি।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata government-s duare ration illegal says calcutta high court

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিটফান্ড দুর্নীতির দায়ে ফের গ্রেফতার তৃণমূল নেতা। সিবিআই গ্রেফতার করল হালিশহরের চেয়ারম্যান রাজু সাহানিকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ডকাণ্ডে রাজুকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment
publive-image
ধৃত রাজু সাহানি

শুক্রবার তৃণমূলের নেতা তথা হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, সেই ফ্ল্যাট থেকে এখনও প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোণার কাজ চলছে। মিলেছেআগ্নেয়াস্ত্র। এছাড়াও, তল্লাশিতে রাজু সাহানির নামে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। উদ্ধার হয় লেনদেনের নথি।

আরও পড়ুন- “শুভেন্দু-বিনয়ের ফোনে কথা হয়েছে”, বিস্ফোরক ক্লিপ সামনে আনার দাবি অভিষেকের

Advertisment

তল্লাশির সময় ফ্ল্যাটেই ছিলেন রাজু সাহানি। তাঁকে জেরা করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই চিটফান্ড কেলেঙ্কারিতে রাজুকে খুঁজছিল কেন্দ্রীয় গোয়েন্দারা।

আরও পড়ুন- আপাতত গ্রেফতার করা যাবে না, সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি অভিষেকের

হালিশহরের একসময়ের সিপিএম নেতা ও কাউন্সিলর ছিলেন লক্ষ্মণ সাহানির ছেলে রাজু। তৃণমূলের প্রভাবশালীদের মধ্যে অন্যতম সে। পরে রাজু সাহানি হালিশহরের পুরপ্রশাসক মনোনিত হয়েছিলেন। ভোটের পর হালিশহর পুরসভার চেয়ারম্য়ান করা হয় রাজুকে।

tmc chit fund Halishahar