Ram Navami 2025 : আজ রাম নবমী। সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। দুপুর ১২ টায় 'সূর্য তিলক'। নিরাপত্তার এলাহি আয়োজন রাম নগরী জুড়ে। এইদিন পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে একটি হল সূর্য তিলক। সূর্যের রশ্মি দিয়ে রাম লালা মূর্তির প্রতীকী অভিষেক করা হয় বছরের এই দিনে। এর জন্য রুড়কীর সিবিআরআই-র বিজ্ঞানীরা পরিকল্পনা ও প্রকল্প তৈরি করেছেন। শনিবার ঠিক দুপুর ১২টায় হয় সূর্য তিলক। এর পর আজ রবিবার সূর্য তিলকের এই প্রক্রিয়া চার মিনিট ধরে চলবে। ধর্মীয় এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দেশ ও বিশ্বের ভক্তরা এই ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে পারেন। রাম নবমী উৎসবের প্রাক্কালে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে ২০০ জন আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। পুরো স্টেশন চত্ত্বরে ২৩৫টি সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। অযোধ্যায় আগত ভক্তদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।
সূর্য তিলক, ২০০০০০ প্রদীপ, অযোধ্যার রামনবমী 'স্মরণীয়' করে রাখতে এলাহি আয়োজন যোগী প্রশাসনের। রাম মন্দির নির্মাণের পর এটিই হতে চলেছে দ্বিতীয় রাম নবমী। রামনগরীতে ভক্তদের ঢল। রামনবমী উদযাপনে সেজে উঠেছে অযোধ্যা। সাজানো রাস্তাঘাট, ঝলমলে মন্দির। রাম নবমীর দিন অর্থাৎ ৬ই এপ্রিল, ঠিক দুপুর ১২টায় সূর্য তিলক কাটবে রামলালার কপালে। প্রথমবারের মতো, রাম নবমীতে দীপোৎসবও আয়োজন করা হবে। অযোধ্যার আইজি প্রবীণ কুমার বলেন, সিসিটিভি, ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি ভক্তদের সব রকমের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রামনবমীর বিশেষ দিনে রাম কথা পার্কের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে দেশের নামী দামি শিল্পীরা অংশ নেবেন। পাশাপাশি ড্রোন ব্যবহার করে সরযূ নদীর পবিত্র জল ভক্তদের উপর ছিটিয়ে দেওয়া হবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে নিরাপত্তার জন্য পিএসি, পুলিশ, আধাসামরিক বাহিনী, জল পুলিশ, এনডিআরএফ এবং এসডিআরএফ মোতায়েন করা হয়েছে। সাধারণ ভক্তরা যাতে অগ্রাধিকার পান, সেজন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাম মন্দির দর্শনের জন্য বিশেষ পাস বাতিল করা হবে। ড্রোন থেকে ভক্তদের উপর সরযূ জল ছিটিয়ে দেওয়া হবে এবং দু লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। রাম নবমীতে ভক্তদের জন্য ১২০টি বিশেষ বাস চালানো হবে। এবার অযোধ্যায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুরোধে, প্রথমবারের মতো রাম নবমীতে দীপোৎসব আয়োজন করা হবে। এতে ২ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। এতে সমগ্র অযোধ্যা আলোকিত হবে।