Dilip Ghosh On Ram Nabami: রাম নবমীর আগেই হুঙ্কার দিলীপের, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চক্রান্ত? বিরাট সিক্রেট ফাঁস

Dilip Ghosh On Ram Nabami: রাম নবমীর আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় মিছিলে হাঁটলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি এদিনের মিছিল থেকে বলেন, "উত্তেজনা কোথাও নেই, আনন্দে সবাই মিছিলে পা মিলিয়েছেন"।

Dilip Ghosh On Ram Nabami: রাম নবমীর আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় মিছিলে হাঁটলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি এদিনের মিছিল থেকে বলেন, "উত্তেজনা কোথাও নেই, আনন্দে সবাই মিছিলে পা মিলিয়েছেন"।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh ram nabami

রাম নবমীর আগে স্বমেজাজে দিলীপ ঘোষ

Dilip Ghosh On Ram Nabami: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। শেষবেলায় রাম নবমীর প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না পদ্ম শিবির। রাম নবমী জুড়ে চড়ছে তৃণমূল-বিজেপি বাক যুদ্ধ। রাম বনমীর আগের দিন পোস্টারে পোস্টারে  ছয়লাপ শহর। রাম নবমীর দিন দেড় কোটি হিন্দুকে মাঠে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতে শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে রাম নবমীর দিন যে কোন ধরণের অশান্তি রুখতে তৎপর পুলিশ-প্রশাসন। সংবেদনশীল বলে চিহ্নিত ১০ পুলিশ জেলা ও পুলিশ কমিশনারেটকে। সংবেদনশীল এলাকার দায়িত্বে ২৯ আইপিএস। ছোট ছোট গলিতে বাইকে চলবে নজরদারি। এর পাশাপাশি বড় মিছিলের উপর ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। 

Advertisment

রাম নবমীর আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় মিছিলে হাঁটলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।  তিনি এদিনের মিছিল থেকে বলেন, "উত্তেজনা কোথাও নেই, আনন্দে সবাই  মিছিলে পা মিলিয়েছেন। যাদের ক্ষমতা হারানোর ভয় আছে তাদের মধ্যে উত্তেজনা রয়েছে"। মমতা সরকারকে নিশানা করে বর্ষীয়াণ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "রামনবমীতে উত্তেজনার নামে বিভেদ তৈরির চেষ্টা চলছে বাংলায়। পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করা হচ্ছে। চিন্ময় প্রভু ওখানে এখানে হিরন্ময় প্রভু আক্রান্ত হচ্ছেন। আগামীকাল হাজার হাজার শোভাযাত্রা বেরোবে। পুলিশের আশঙ্কা রয়েছে,তারা হিন্দুদের ভয় দেখানো চেষ্টা করছেন। হিন্দুদের উৎসবে পুলিশ সুরক্ষা দিতে না। রামের ইচ্ছায় ভারতে পরিবর্তন আসছে মানুষের উচিত তাকে স্বাগত জানানো"। 

২৬ হাজার চাকরি বাতিলে গর্জে উঠলেন রুদ্রনীল, প্যারোডিতে মমতাকে বিঁধে বেনজির আক্রমণ

এদিকে রামনবমীর আগে শান্তিপূর্ণ ভাবে উৎসব পালনের আবেদন কলকাতা পুলিশ কমিশনারের। আগামীকাল অর্থাৎ রবিবার 'রামনবমী' (Ram Navami)। কাল শুধুমাত্র শহর কলকাতাতেই সাড়ে তিন থেকে চার হাজার পুলিশকর্মীকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে। কাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরোবে রামনবমীর মিছিল। গোটা রাজ্যে ২৯ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে বিশেষ দায়িত্বে রাখা হচ্ছে। টহলদারি, পুলিশ পিকেটিং, সিসিটিভি, ড্রোনের সাহায্যে বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। শহর কলকাতার বিভিন্ন দিকে পুলিশের বিশেষ দল নিরাপত্তার দায়িত্ব সামলাবে। সেই সঙ্গে জেলায়-জেলায় রামনবমীর দিন চূড়ান্ত নজরদারির বন্দোবস্ত থাকছে। কাল BJP ছাড়াও হিন্দুত্ববাদী সংগঠনগুলি রামনবমীর মিছিল করবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কাল রামনবমীর মিছিলের আয়োজন করেছে শাসকদল তৃণমূলও। কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর পুলিশ। শনিবারই লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠকে পুলিশের শীর্ষর্কতারা। আগামীকাল রামনবমীর আগেই  হাওড়ার সাঁকরাইলে অস্ত্র হাতে সিংহ বাহিনীর মিছিল। 

dilip ghosh Ram Navami 2025