২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় ২ থেকে এক লাফে ১৮ আসনে জয় পেয়েছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস একধাক্কায় ৩৪ থেকে নেমে ২২টি আসনে নেমে এসেছিল। ২০১৮-তে রাজ্যজুড়ে মহাসামরোহে রামনবমীর শোভাযাত্রা হয়েছিল। সামনের বছরই পঞ্চায়েত নির্বাচন। এবার রামনবমী উপলক্ষ্যে বাংলাজুড়ে প্রায় ২১০০ শোভাযাত্রার উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
বিগত কয়েক বছর ধরেই এই রাজ্যে রামনবমী উৎসবের ধুম বেড়েছে। ২০১৯-থেকে বাংলায় রাজনৈতিক প্রভাব বেড়েছে ভারতীয় জনতা পার্টির। লোকসভায় আসন বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ২০২১ বিধানসভা নির্বাচনে ৭৭জন বিধায়ক নির্বাচিত হয়েছে বিজেপির। এদিকে রাজ্যজুড়ে শাখা বেড়েছে রাষ্ট্রীয় স্বয়ক সেবক সংঘ বা আরএসএসের। এবারও বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ শাখা ধুমধামের সঙ্গে রামনবমী শোভাযাত্রার আয়োজন করতে চলেছে। পরিষদের কর্মীরা একইসঙ্গে রাম ও রাম রাজত্বের কথাও শোনাবে বঙ্গবাসীকে। সামনের পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলও।
ভিএইচপির দক্ষিণবঙ্গের মিডিয়া ইনচার্জ সৌরিশ মুখোপাধ্যায় বলেন, "৩০ মার্চ রামনবমী উপলক্ষ্যে দক্ষিণবঙ্গে ১৬০০-র বেশি শোভাযাত্রা হবে। ওই দিন থেকে হনুমান জয়ন্তী পর্যন্ত রাম মহোৎসবের কার্যক্রম চলবে। পরের বছর অযোধ্যায় রামন্দিরে রামলালা আসবে। সাধারণ মানুষের আবেগ আছে। এবার বিশ্ব হিন্দু পরিষদের ৬০ বছর। রাম ও রাম রাজত্বের স্বপ্নের কথা বলা হবে বাংলার ঘরে ঘরে। পাশাপাশি থাকছে ক্যুইজ, যেমন খুশি সাজো কার্যসূচি।" প্রথাগতভাবে কোথাও কোথাও অস্ত্রমিছিল হবে বলেও জানিয়েছেন সৌরিশ। গত লোকসভার ভোটের মত সামনের পঞ্চায়েত নির্বাচনেও প্রভাব ফেলবে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল। তবে তাঁর দাবি, "ভোট রাজনীতির সঙ্গে আমাদের এই মিছিলের সম্পর্ক নেই।"
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সমারোহের সঙ্গে রামনবমী উৎসব পালন করবে বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি উত্তরবঙ্গের সাংগঠনিক সম্পদক অনুপকুমার মন্ডল বলেন, "উত্তরবঙ্গে রামনবমীতে ১১০টি শোভাযাত্রা হবে। শিলিগুড়িতে ৪ লক্ষ মানুষ থাকবে শোভাযাত্রায়। এছাড়া ঈশ্বরপুর(ইসলামপুর) ও নকশালবাড়িতে বড় শোভাযাত্রা হবে। শোভাযাত্রায় রামমন্দিরের ট্যাবলো, কাশি বিশ্বনাথ মন্দির, গো-মাতার ট্যাবলো থাকবে।" তবে অনুপবাবু মনে করেন, "২০১৯-এ বিজেপির ভাল ফলাফলের পিছনে রামনবমীর শোভাযাত্রাও একটি কারণ। এবারও উত্তরবঙ্গে বিজেপির লাভ হবে। হিন্দুরাও সঙ্গবদ্ধ হচ্ছে। তবে অস্ত্র মিছিল হবে না। নিষেধ করা হয়েছে। দন্ড নিয়ে মিছিল হবে।"