Jaynagar Child Murder: জয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল পরিস্থিতি শনিবারও দিনভর। দক্ষিণ বারাসতের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ। হাসপাতালে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল গেলে 'গো ব্যাক' স্লোগান ক্ষুব্ধ পরিজনেদের। BJP নেত্রী অগ্নিমিত্রা পাল নিহত শিশুকন্যার মৃতদেহ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পদ্মেরহাট হাসপাতালে স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে সামিল সিপিএমের কান্তি গঙ্গোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়রাও।
আরজি কর (RG Kar) কাণ্ডের আবহে আবারও নৃশংস হত্যাকাণ্ড। ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড জয়নগরে। ধর্ষণ-খুনে ধৃত যুবকের বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার। পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ, পুলিশের উপর হামলার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ জনতা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের বাইক। শনিবার সকালে এলাকায় গিয়েছিলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডল। তাঁকে কার্যত তাড়া করে এলাকাছাড়া করেছেন স্থানীয় মানুষজন।
দক্ষিণ বারাসতের পদ্মেরহাট হাসপাতালে শিশুটির মৃতদেহ ছিল। শনিবার বেলা বাড়তেই সেখানে ভিড় করেন নিহতের পরিবারের লোকজন-সহ প্রতিবেশীরা। ততক্ষণে হাসপাতালের সামনে পৌঁছে গিয়েছেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। প্রতিমা মণ্ডল যেতেই 'গো ব্যাক' স্লোগানে ফেটে পড়ে ক্ষুব্ধ জনতা। হাসপাতালে পৌঁছে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ও বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন- Jaynagar Incident: টিউশন থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন! জয়নগরে ধুন্ধুমার!
আরও পড়ুন- Hilsa: পুজোর মুখে ইলিশপ্রেমীদের জন্য বিরাট সুখবর! বড়সড় আশার কথা শোনালেন মৎস্য আধিকারিক
আরও পড়ুন- Durga Puja 2024: মণ্ডপজুড়ে আদিবাসীদের জীবনের প্রতিচ্ছবি, নারীশক্তির অনন্য আরাধনায় জেলার এই পুজো
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল হাসপাতালের সামনে ধরনায় বসে নির্যাতিতার মৃতদেহ সংরক্ষণের দাবিতে সোচ্চার হোন। হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়রাও। সব মিলিয়ে আরজি কর কাণ্ডের আবহে ফের একবার ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি বাংলার আরও এক প্রান্তে।