/indian-express-bangla/media/media_files/JJ4gu9305Kdy4NISeAFQ.jpg)
প্রতীকী ছবি।
Jaynagar Child Murder: আবারও নৃশংস হত্যাকাণ্ড। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। টিউশন পড়ে বাড়ি ফিরছিল ৯ বছরের শিশু। বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। দোষীর ফাঁসির দাবিতে জয়নগর থানায় বিক্ষোভ-ভাঙচুর। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জয়নগরের ওই এলাকায় টিউশন পড়তে গিয়েছিল ওই শিশুটি। শিশুটির পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল টিউশন পড়ে বাড়ি ফেরার পথে সে কাছেই থাকা তার বাবার দোকানে গিয়ে দেখা করেছিল। বাবার সঙ্গে তার কথাও হয়। তারপরেই সে একাই বাড়ি ফিরছিল।
অভিযোগ, বাড়ি ফেরার পথেই শিশুকন্যাকে অপহরণ করা হয়। ধর্ষণ করে খুন করে কাছেই একটি পুকুরে তার দেহ ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। বহু খোঁজাখুঁজির পর তার হদিশ না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে শিশুটির বাড়ির কাছেই একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
মৃত শিশুর পরিবারের তরফে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ নিতেও পুলিশ প্রথমে টালবাহানা করেছে বলে দাবি শিশুটির পরিবারের। তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এক যুবককে গ্রেফতার করা হয়। তবে স্থানীয়দের দাবি, পুলিশ অভিযোগ পেয়ে প্রথমেই তৎপরতা নিলে হয়তো শিশুটিকে প্রাণে বাঁচানো যেত। শনিবার সকালে জয়নগর থানায় ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে ক্ষুব্ধ জনতা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ হয়। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়েছে।