আর কয়েক মাসের মধ্যেই বঙ্গে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা। তার আগেই গ্রামীণ বাংলায় রাস্তা নির্মাণ ও মেরামতিতে বিশেষ গুরুত্ব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ঘোষণা করা হয়েছে 'রাস্তাশ্রী' প্রকল্পের।
Advertisment
বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গ্রামীণ বাংলার উন্নয়নে মমতা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খতিয়ান পেশ করেন তিনি। কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির সাফল্য তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডারে ৬০ বছর বয়স হলেই ১০০ টাকা করে পেনশন ও বিপুল কর্মসংস্থানের কথা জানান। পাশাপাশি গ্রামীণ রাস্তার উন্ননে ৩ হাজার কোটি টাকার 'রাস্তাশ্রী' প্রকল্পের প্রস্তাব পেশ করেছেন অর্থপ্রতিমন্ত্রী।
বাজেট বক্তব্যে চন্দ্রিমাদেবী জানান, রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে নতুন নতুন রাস্তা তৈরি হবে, পুরনো রাস্তার সংস্কারের ব্যবস্থা করা হবে।সাড়ে ১১ হাজার কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় নির্মাণ ও মেরামতি হবে।
গত কয়েক সপ্তাহ ধরেই 'দিদির দূত'রা গ্রামে গ্রামে ঘুরছেন। বিভিন্ন জেলায় এই দূতেদের মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। অদিকাংশ ক্ষেত্রেই রাস্তা তৈরি না হওয়া বা বেহাল রাস্তা দীর্ঘদিন সংস্কারের জন্য বললেও তা না করার জন্য ক্ষোভ রয়েছে মানুষের মনে। সেই ক্ষতে প্রলেপ দিতেই গ্রামীণ উন্নয়নে রাজ্য সরকার রাস্তায় বিশেষ গুরুত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে।