Potato Price Hike: লোকসভা নির্বাচনের পর থেকেই বাজারে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। আলুর (Potato) দাম তো গত কয়েকদিন ধরে লাগামছাড়া। কোনও কোনও বাজারে আলু ছিল না। এদিকে মূল্য বৃদ্ধি ঘটলে বাজার পরিদর্শনে বেরিয়ে পড়ে রাজ্যের টাস্ক ফোর্স। এবার তো টাস্ক ফোর্স ঘুরে বেড়ানোর পর আলুর দাম আরও বেড়ে গেল। যদিও মূল্য বৃদ্ধির কারণ হিসাবে আলু ব্যবসায়ীদের বনধের কথা বলা হচ্ছে। বনধ তো উঠেছে এবার কি খুচরো বাজারে আলুর দাম স্বাভাবিক হবে? এই প্রশ্ন উঠেছে।
পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "আজ, বৃহস্পতিবার হিমঘর থেকে অনেক আলু বেরিয়েছে। আমার মনে হয় বাজার পূর্বের অবস্থায় ফিরে আসবে। স্টোরে গেটে এক দাম হচ্ছে, খোলাবাজারে আরেক দামে বিক্রি হচ্ছে। সেটা আমাদের দেখার ডিউটি নয়। বনধ ডাকার ফলে দাম বেড়েছে। তবে কেউ কেউ কৃত্রিম অভাব সৃষ্টি করেছে। বাইরে আলু যাওয়া এখনই স্বাভাবিক হচ্ছে না। আজকের দিনটা অপেক্ষা করতে বলেছেন মন্ত্রী। কাল ফের আলোচনা হওয়ার কথা রয়েছে।"
ফি বছর বাইরের রাজ্যে আলু পাঠানো নিয়ে সমস্যা থাকে। কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার অনুরোধে বনধ তুলে নিয়েছে আলু ব্যবসায়ী সমিতি। মন্ত্রী বলেছেন, "সবার অসুবিধা হচ্ছে। আপনাদের বর্ডারের বিষয়টা আশা করছি আলোচনায় মিটে যাবে।" রাজ্যের চারটে দফতরে আজ চিঠি দিয়ে আবেদন করবে বলে সমিতির পক্ষে জানানো হয়েছে। তবে এখনও দাম নিয়ন্ত্রণের জন্য বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে। মন্ত্রীর কথায়, "রাজ্যে আলুর দাম স্বাভাবিক হলে বাইরের রাজ্যে পাঠানোর কথা ভাবা হবে।"
আরও পড়ুন- Malda News: বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রীর গলায় অস্ত্রের কোপ, ক্লাস চলাকালীন হাড় হিম কাণ্ড!
আলু ব্যবসায়ীদের দাবি, "বাইরের রাজ্যে ৪৫ টাকা কেজি আলু। চাষি বা সংরক্ষণকারীরা দাম যদি এখানে একটু বেশি পায় তাহলে ওনাদের আপত্তি কীসে। ২০২১ সাল থেকে আলু ব্যবসায়ে ক্ষতি হয়েছে। জগবন্ধু মণ্ডলের দাবি, "কেজি প্রতি ১৫-১৬ টাকা আলু হিমঘরে লোড করে তা বিক্রির আগে পর্যন্ত আরও ৮-৯ টাকা খরচ আছে। রাজ্যে আমাদের বলেছিল ২২-২৩ টাকায় আলু দিতে। আমরা বলেছিলাম মাঠ থেকে যেমন আলু এনেছি তেমন নিয়ে যান। আধিকারিকরা বলেছেন, ২৬ টাকায় সুফল বাংলা স্টলে দিতে। তাতেও তেমন কিছু থাকবে না।"
আরও পড়ুন- Mamata Banerjee: দিল্লি সফর স্থগিত মুখ্যমন্ত্রীর, কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ছে
এবার রাজ্যে আলুর উৎপাদন প্রায় ৭-৮ শতাংশ কম হয়েছে। হিমঘরে ১২ কোটি ৫৫ লক্ষ প্যাকেট লোড হয়েছে। গতবার এর থেকে বেশি লোড হয়েছিল। এবার দেখার বিষয় খোলা বাজারে আদৌ কত টাকায় আলু বিক্রি হয়? বনধ তুলে নিলেও বাজারে কি ন্যায্য মূল্যে আলু পাওয়া যাবে? সাধারণ মানুষের দ্রব্য মূল্য বৃদ্ধিতে জীবন ওষ্ঠাগত।