/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/corona-bengal1.jpg)
ফাইল চিত্র
পুজো যত এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা গ্রাফ। আজ, রবিবার অর্থাৎ দ্বিতীয়ায় যেখানে শেষমুহূর্তের পুজোর কেনাকাটা করা ভিড় উপচে পড়ছে তিলোত্তমা। তেমনই গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমিত রাজ্যে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,৯৮৩ জন। যার মধ্যে উত্তর ২৪ পরগনারই ৮৩৮ জন। সংক্রমিতের দৈনিক নিরিখে উত্তর ২৪ পরগনা প্রথম। তালিকায় দুই নম্বরে কলকাতা। শহরে এদিন সংক্রমিত হয়েছেন ৮১৩ জন। তিনে হাওড়া।
দিন দিন কলকাতায় পুজোর কেনাকেটার ভিড় যেভাবে উপচে পড়েছে, তা দেখে প্রমাদ গুনছেন চিকিৎসকরা। রাজ্যের হাসপাতালে এত বেড খালি নেই। তার উপর উৎসবের মরশুমে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হলে ভয়াবহ পরিস্থিতির আভাস দিয়ে রেখেছেন তাঁরা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেকর্ড ৬৪ জনের। দিন দিন কমছে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসকে জয় করেছেন ৩,১১৩ জন।
আরও পড়ুন করোনা কাঁটায় এবার হেঁটে নয়, নেটে দুর্গাপুজো দেখুন এই ভাবে
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন