পুজোর মুখে রাজ্যে রেকর্ড সংক্রমণ! ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ হাজার ছুঁইছুঁই

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

পুজো যত এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা গ্রাফ। আজ, রবিবার অর্থাৎ দ্বিতীয়ায় যেখানে শেষমুহূর্তের পুজোর কেনাকাটা করা ভিড় উপচে পড়ছে তিলোত্তমা। তেমনই গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমিত রাজ্যে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,৯৮৩ জন। যার মধ্যে উত্তর ২৪ পরগনারই ৮৩৮ জন। সংক্রমিতের দৈনিক নিরিখে উত্তর ২৪ পরগনা প্রথম। তালিকায় দুই নম্বরে কলকাতা। শহরে এদিন সংক্রমিত হয়েছেন ৮১৩ জন। তিনে হাওড়া।

Advertisment

দিন দিন কলকাতায় পুজোর কেনাকেটার ভিড় যেভাবে উপচে পড়েছে, তা দেখে প্রমাদ গুনছেন চিকিৎসকরা। রাজ্যের হাসপাতালে এত বেড খালি নেই। তার উপর উৎসবের মরশুমে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হলে ভয়াবহ পরিস্থিতির আভাস দিয়ে রেখেছেন তাঁরা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেকর্ড ৬৪ জনের। দিন দিন কমছে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসকে জয় করেছেন ৩,১১৩ জন।

আরও পড়ুন করোনা কাঁটায় এবার হেঁটে নয়, নেটে দুর্গাপুজো দেখুন এই ভাবে

এখনও পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৩,২১,০৩৬ জন। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৬,০৫৬। এখনও পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হওয়ার সংখ্যা ২,৮১,০৫৩। স্বাস্থ্য দফতরের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৪৩,৫২০ জনের। এখনও পর্যন্ত মোট কোভিড পরীক্ষা হয়েছে ৩৯,৯১,২৭০ জনের। তবে টেস্টের দৈনিক সংখ্যা ঊর্ধ্বমূখী নয়। তবে উৎসবের মরশুমে মানুষ যদি ভিড় করে মণ্ডপ দর্শনে বেরোন তাহলে রক্ষে থাকবে না, বলছেন চিকিৎসকরা।
Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal COVID-19