West Bengal News Highlights: মহাকুম্ভে পুণ্যস্নান শুভেন্দু অধিকারীর, ত্রিবেণী সঙ্গমে গঙ্গাপুজো সারলেন বিরোধী দলনেতা

West Bengal News Highlights Today 21 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Suvendu at Maha Kumbh

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রাজ্যপালের কাছে মমতার বক্তব্য নিয়ে প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন বিরোধী দলনেতা। সেই বিতর্কের মধ্যেই মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন শুভেন্দু। প্রয়াগরাজে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করে মা গঙ্গার পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisment

ED-র মামলায় আগেই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ কার্যকর হলেও অন্য মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সিবিআইয়ের মামলা ছাড়াও ইডি-র অন্য মামলাগুলিতে জেল হেফাজতে রয়েছেন পার্থ। এবার নতুন করে মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। পার্থের আবেদন শুনে CBI-কে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন পার্থ জেলে, তা জানাতে হবে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

রাজ্যে ফের বড়সড় একটি জাল ওষুধ চক্রের হদিশ মিলেছে। নামী কোম্পানির ওষুধের QR কোড জাল করে ওষুধ বিক্রির অভিযোগ। ওষুধের স্ট্রিপের উপর জাল QR কোড লাগিয়ে দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। হাওড়ার আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করা হয়েছে। গোডাউন থেকে ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে ড্রাগ কন্ট্রোল দফতর। সূত্র মারফত জাল ওষুধ সরবরাহের খবর পেয়ে গতকাল রাতে আমতার মান্না এজেন্সি নামে ওই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দেয় ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা। 

  • Feb 21, 2025 17:35 IST

    West Bengal News Live: মহাকুম্ভে পুণ্যস্নান শুভেন্দু অধিকারীর

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রাজ্যপালের কাছে মমতার বক্তব্য নিয়ে প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন বিরোধী দলনেতা। সেই বিতর্কের মধ্যেই মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন শুভেন্দু। প্রয়াগরাজে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করে মা গঙ্গার পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



  • Feb 21, 2025 15:18 IST

    West Bengal News Live :বাংলাদেশ সীমান্তে ঐতিহ্যের পরম্পরা ভেঙে চুরমার

    পেট্রাপোল বন্দরে দুই দেশের যৌথ উদ্যোগে উদযাপিত হল না আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। চেনা পেট্রাপোলে ২১ ফেব্রুয়ারিতে অচেনা ছবি। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিনে দুই বাংলার মানুষ জিরো পয়েন্টে একত্রিত হন, মেলবন্ধন হয় এপার ও ওপার বাংলার মানুষের। দুই বাংলার সেই আবেগি-সম্পর্কে ছেদ পড়লো এবার। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে জিরো পয়েন্টে এবার মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হল না।

    বিস্তারিত পড়ুন- International Mother Language Day: দীর্ঘদিনের রীতিতে ছেদ, ভাষা দিবসে পেট্রাপোলে ঐতিহ্যের পরম্পরা ভেঙে চুরমার



  • Advertisment
  • Feb 21, 2025 14:51 IST

    West Bengal News Live :মর্মান্তিক মৃত্যু তারাপীঠ মন্দিরের সেবায়েতের

    মর্মান্তিক মৃত্যু তারাপীঠ মন্দিরের সেবায়েতের। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন সোমনাথ মুখোপাধ্যায় নামে বছর চল্লিশের ওই সেবায়েত। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনার জেরে তারাপীঠ মন্দিরের সেবায়েতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    বিস্তারিত পড়ুন- Tarapith Accident: মর্মান্তিক মৃত্যু তারাপীঠ মন্দিরের সেবায়েতের, শোকের ছায়া এলাকায়



  • Feb 21, 2025 12:47 IST

    West Bengal News Live :সাতসকালে নৃশংস খুন

    সাতসকালে ঘর থেকে উদ্ধার আদিবাসী পরিবারের তিন সদস্যের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তিনজনকেই খুন করা হয়েছে বলে দাবি। মৃতদের শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত দাবি। 

    বিস্তারিত পড়ুন- Birbhum News: সাতসকালে নৃশংস খুন, ঘরেই মিলল মা ও ছেলে-মেয়ের রক্তাক্ত দেহ



  • Feb 21, 2025 12:11 IST

    West Bengal News Live :ট্যাংরায় খুনের তত্ত্বই জোরালো

    ট্যাংরায় দে বাড়ির তিন মহিলাকে খুনই করা হয়েছে, অন্তত ময়নাতদন্তের রিপোর্টে সেই তথ্যই জোরালো হয়েছে। তবে খুনের মোটিভ নিয়ে ধন্দ এখনও কাটছেই না। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রসূন দে, প্রণয় দে ও তাঁদের পরিবারেরই নাবালক সদস্য। নাবালকের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো। তবে তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ট্যাংরায় এই ঘটনার নেপথ্যে শুধুমাত্র আর্থিক কারণই দায়ী? নাকি অন্য কোনও কারণও রয়েছে? সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।

    বিস্তারিত পড়ুন- Tangra Triple Death Case: ট্যাংরায় খুনের তত্ত্বই জোরালো, তবে মোটিভ নিয়ে ধন্দ কাটছেই না



  • Feb 21, 2025 10:31 IST

    West Bengal News Live :বৃষ্টি চলবে

    আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি চোখে পড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও, আবহাওয়ার উন্নতি কবে থেকে?



  • Feb 21, 2025 10:30 IST

    West Bengal News Live : পুলিশের জালে কুখ্যাত দুই গ্যাংস্টার

    ফের ভিন রাজ্যের দুই কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার খাস কলকাতা থেকে। রাতে টহলদারি পুলিশ দুই দুষ্কৃতীর গতিবিধি দেখে সন্দেহ করে। জিজ্ঞাসাবাদ করতেই পালানোর চেষ্টা করে দু'জন। তবে শেষ রক্ষা হয়নি। পড়শি রাজ্য ঝাড়খণ্ডের দুই দাগী দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বিধানননগর দক্ষিণ থানার পুলিশ।

    বিস্তারিত পড়ুন-Kolkata News: ভিনরাজ্যে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে কলকাতায় গা ঢাকার চেষ্টা, পুলিশের জালে কুখ্যাত দুই গ্যাংস্টার



  • Feb 21, 2025 09:39 IST

    West Bengal News Live : মৃত্যুকুম্ভের পালটা 'মৃত্যুঞ্জয় মেলা', মমতাকে নিশানা রাজ্যপালের

    বিধানসভায় বক্তৃতা দেওয়া সময় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে জলঘোলা হয়েছে বিস্তর। এনিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের। তিনি বলেন,এই কুম্ভ মেলা 'মুক্তি মেলা'। এই কুম্ভ মেলা 'মৃত্যুঞ্জয় মেলা'। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মমতার এই মন্তব্যর নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেন, কুম্ভ শুরু হওয়ার পর থেকে ৫৬ কোটিরও বেশি মানুষ "সঙ্গমে" "পবিত্র স্নান" করেছেন। এই শতাব্দীর মহাকুম্ভের সাথে যুক্ত হওয়ার সুযোগ" পাওয়ার জন্য নিজেকে "ভাগ্যবান" বলে বর্ণনা করেন তিনি। যোগী আরও  বলেন, "সমস্ত মিথ্যা প্রচারণা উপেক্ষা করে দেশ ও বিশ্ব এতে অংশগ্রহণ করেছে।" 



  • Feb 21, 2025 07:37 IST

    West Bengal News Live : ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলই হলেন FBI এর ডিরেক্টর

    আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকারের আমলে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলই হলেন এফবিআই-এর ডিরেক্টর। মার্কিন সিনেট ইতিমধ্যে এফবিআই- এর ডিরেক্টর হিসাবে তাঁর নাম অনুমোদন করেছে। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন যে তিনি কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসাবে দায়িত্ব দিতে চলেছেন।



  • Feb 21, 2025 07:27 IST

    West Bengal News Live : পরপর বিস্ফোরণ, জঙ্গি হামলা ইজরায়েলে

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইসরায়েলের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একাধিক বাসে ধারাবাহিক বিস্ফোরণ। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, মধ্য ইজরায়েলের একটি পার্কিং লটে পার্ক করা তিনটি বাসে এই বিস্ফোরণগুলি ঘটে। পরবর্তীতে আরও দুটি বাসে বিস্ফোরক পাওয়া গেছে, তাই প্রশাসনের ধারণা এটি সন্ত্রাসবাদী হামলা। যদিও এই বিস্ফোরণে হতাহতের কোন খবর নেই। ইতিমধ্যে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি জরুরি বৈঠকে ডাক দিয়েছেন।



  • Feb 21, 2025 07:14 IST

    West Bengal News Live : হাসপাতালে ভর্তি সনিয়া

    হাসপাতালে ভর্তি সিনিয়র কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। জানা গিয়েছে বয়সের কারণে কিছু শারীরিক অসুস্থতা রয়েছে তাঁর। রুটিন চেকআপের জন্যই তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সুস্থ রয়েছেন তিনি। সূত্রের খবর আজ শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

    হাসপাতাল সূত্রে খবর পেটের কিছু সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছেন তিনি। রুটিন চেক আপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল। পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেস নেত্রী।



  • Feb 21, 2025 07:00 IST

    West Bengal News Live : আজও দুর্যোগের সম্ভাবনা

    দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে কোন কোন জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা গিয়েছে। শুক্রবারেও পরিস্থিতি খুব একটা উন্নতি হবে না। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। দুই মেদিনীপুর-দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবারের পর পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।



  • Feb 21, 2025 06:57 IST

    West Bengal News Live : অর্গান ট্রান্সপ্লান্ট থেকে ১০ হাজার কর্মসংস্থান, বাংলায় এই হাসপাতালই বড় ভরসা মধ্যবিত্তের

    অর্গান ট্রান্সপ্লান্ট থেকে ১০ হাজার কর্মসংস্থান, বাংলায় এই হাসপাতালই বড় ভরসা মধ্যবিত্তের। বৃহস্পতিবার নিউ টাউনে নারায়ণ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠিকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই হাসপাতালের জন্য ৭.২৬ একর জমি দেওয়া হ য়েছে। নারায়ণ হেলথের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ দেবী শেঠি যখন আমাদের বিজনেজ সামিটে এসেছিলেন, তখন আমাদের আবেদনে তিনি বাংলায় একটি বড় হাসপাতাল খোলার জন্য রাজি হন। তারপর নারায়ণ গ্রুপ এবং রাজ্য স্বাস্থ্য বিভাগের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। এটা দেশের অন্যতম বড় মাল্টিসুপার হাসপাতাল হবে। প্রথম ফেজে ৫০০, দ্বিতীয় ফেজে ৬০০ শয্যা থাকবে। সব মিলিয়ে ১১০০ বেডের হাসপাতাল হবে। স্বাস্থ্যে আমাদের রাজ্য বিপ্লব এনেছে"। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১২ হাজার কোটি খরচ করা ইতিমধ্যে খরচ করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



  • Feb 21, 2025 06:52 IST

    West Bengal News Live : ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে সৌরভ, কেমন আছেন মহারাজ?

    অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা থেকে বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের বিলাসবহুল গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুরে সৌরভের গাড়ি দুর্ঘটনার খবরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। জানা গিয়েছে সৌরভের কনভয়ের পাশ দিয়ে যাওয়ার সময় একটি লরি সৌরভের গাড়িটিকে চেপে দেয়। চালকের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান মহারাজ। তবে আচমকা ব্রেক কষায় পিছনের গাড়িগুলি পরপর একে অপরকে ধাক্কা মারে। ফলে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।



Bangladesh Bengali News mamata Bengali News Today news in west bengal news of west bengal