মহার্ঘ ভাতা বা DA নিয়ে রাজ্য সরকার নতুন বছরে এখনও পর্যন্ত কোনও ঘোষণা না করায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক চিঠি দিল প্রাক্তন শিক্ষক-শিক্ষাকাদের সংগঠন। নতুন বছর এলেও এখনও রাজ্য সরকার DA নিয়ে কোনও ঘোষণা করেনি। রাজ্যের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বক্তব্য, DA বাড়লে তাঁদের পেনশনের অঙ্কও কিছুটা বাড়ে। তাই মুখ্যমন্ত্রীকে DA নিয়ে নতুন কিস্তির ঘোষণার দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, রাজ্য সরকার এখনও নতুন কিস্তিতে DA বা মহার্ঘভাতার ঘোষণা করেনি। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের বেতনের পার্থক্য অনেকটাই বেড়েছে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, সেই পার্থক্য প্রায় ২৮ শতাংশ পেরিয়ে গিয়েছে। DA ঘোষণা না হওয়ায় যারপরনাই ক্ষুব্ধ রাজ্যের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাদের একটি বড় অংশ।
আরও পড়ুন- স্বস্তি দিয়ে ১০ হাজারের নীচে বাংলায় দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াল মৃত্যু
তাঁদের দাবি, বর্তমানে যেভাবে বাজারদর বাড়ছে তাতে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা সমস্যায় পড়ছেন। DA বাড়লে তাঁরাও কিছুটা আর্থিকভাবে সুবিধা পেতে পারেন। বর্তমান বাজারদরের পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে DA-র দাবি জানিয়েছেন তাঁরা।
দিন কয়েক আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও DA নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেছিলেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, সরকারি কর্মীদের বঞ্চিত করছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের প্রাপ্য টাকা দিয়েই রাজ্যে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চলছে কিনা সেই প্রশ্নও তুলেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।