Dilip Ghosh On RG Kar Case: আজ শনিবার ৯ অগাস্ট আরজি কর কান্ডের বর্ষপূর্তি। নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। গতকাল রাতে রাজপথের আন্দোলন থেকে অভয়ার বাবা-মা বলেছেন, "এক বছর পার হলেও মেয়ে এখনও ন্যায় বিচার পায়নি", এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষের তাই মনে হচ্ছে যে অভয়ার সুবিচার পায়নি তাই তারা রাস্তায় নামছে। শাসক দল চাইবে এটা ধামাচাপা দিতে। সাধারণ মানুষের মন আরও উদ্বেলিত হয়েছে কসবা ল' কলেজ, জোকা আইআইএম-এর ঘটনায়, তাই তারা রাস্তায় নেমেছেন।
অভয়ার মৃত্যুর বর্ষপূর্তিতেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন, নির্যাতিতার পরিবার। তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন। এনিয়ে বিজেপি নেতা বলেন, "যখন এরকম জঘন্য ঘটনার সুবিচার পাওয়া যাবেনা তখনই এর সঙ্গে জড়িত সব পক্ষকে নিয়েই প্রশ্ন উঠবে। আদালতের কাছে গিয়ে বলা উচিত। নতুন করে তদন্ত শুরু করুন। অনেক তথ্য আছে যা ইগনোর করা হয়েছে। যাদের দিয়ে করানো হয়েছে তাদের বাদ দিয়ে অন্যদের দিয়ে করান। কিন্তু সুবিচার হওয়া উচিত"।
আজ অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো'র ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি নবান্ন অভিযান নিষিদ্ধ করে বিকল্প স্থানে প্রতিবাদ কর্মসূচী আয়োজনের কথা বলা হয়েছে হাওড়া ও কলকাতা পুলিশের তরফে। গণতান্ত্রিক পথে আন্দোলন হলে সরকার সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, এবিষয়ে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, "কোন বড় ঘটনা হলে যার জন্য সরকার চাপে পড়তে পারে, যদি সরকারের ইমেজ খারাপ হয় তাতে সরকার ভয় দেখাবে। ডাক্তারদের বশে আনা সহজ সাসপেন্ড করা ট্রান্সফার করা যেগুলো ওরা করেছেন। সেই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক, যে সরকার স্বেচ্ছাচারী হয়ে ওঠে"।
নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করেছে পুলিশ। দিকে দিকে ব্যারিকেড, জলকামান, ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। প্রায় ৫০০০ পুলিশ রাস্তায় মোতায়েন করা হয়েছে। এবিষয়ে বিজেপি নেতা বলেন, তৃণমূল সরকার ভয়ের মধ্যে রয়েছে, এটা জন আন্দোলন হয়ে গিয়েছে। কোন দলের তরফে আন্দোলন করা হলে তা বোঝা যায় কতজন আসবে, কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে কী চলছে , সেটা রাস্তায় আজকে করলে কত লোক হতে পারে, তা আন্দাজ করতে পারছে না সরকার তাই তারা ভয় রয়েছে"।
বিহারের পর বাংলাতেও হতে চলেছে SIR? নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে চিঠি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "সারা ভারতে বিদেশীরা ভোটার হয়ে ভোটকে প্রভাবিত করছেন। ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন কড়া স্টেপ নিয়েছে। বিহারের সফলভাবে হওয়ায়, বাংলার মানুষের মধ্যেও আশা জেগেছে যে এখানেও ফ্রি এবং ফেয়ার ইলেকশন হতে পারে। যে সরকার এখানে আছে তারা বাংলাদেশীদের ভোটে জিতে ফের সরকারে আসতে চায় তাই তাদের মধ্যে SIR নিয়ে একটা ভয় কাজ করছে। কেন্দ্র সরকার বা তার কোন এজেন্সি কোন নির্দেশ দিলে তা এরা মানতে চায় না। দেশের নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কন্ডাক্ট করে। আজ না হলে কাল তাদের সিদ্ধান্ত মানতেই হবে"।
শুভেন্দু অধিকারীর পরিবার নিয়ে অখিল গিরির করার মন্তব্য প্রসঙ্গে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, অখিল গিরি এরকম অনেক কথা বলেন। রাষ্ট্রপতি রাজ্যপাল সম্পর্কে এরকম অনেক কথা বলেন। উনি জানেন না, যারা হিন্দু এখানে শরণার্থী হিসেবে এসেছেন ভারত তাদের জায়গা দিয়েছে। বর্তমানে তো আইন হয়ে গেছে। উনি মন্ত্রী হয়েছেন একটু মাথাটা ঠিক করা উচিত।
Dilip Ghosh: 'ভয় পেয়েছে সরকার', আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ
Dilip Ghosh On RG Kar Case: আজ শনিবার ৯ অগাস্ট আরজি কর কান্ডের বর্ষপূর্তি। নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। গতকাল রাতে রাজপথের আন্দোলন থেকে অভয়ার বাবা-মা বলেছেন, "এক বছর পার হলেও এখনও মেলেনি ন্যায় বিচার"।
Dilip Ghosh On RG Kar Case: আজ শনিবার ৯ অগাস্ট আরজি কর কান্ডের বর্ষপূর্তি। নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। গতকাল রাতে রাজপথের আন্দোলন থেকে অভয়ার বাবা-মা বলেছেন, "এক বছর পার হলেও এখনও মেলেনি ন্যায় বিচার"।
'ভয় পেয়েছে সরকার', আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ
Dilip Ghosh On RG Kar Case: আজ শনিবার ৯ অগাস্ট আরজি কর কান্ডের বর্ষপূর্তি। নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। গতকাল রাতে রাজপথের আন্দোলন থেকে অভয়ার বাবা-মা বলেছেন, "এক বছর পার হলেও মেয়ে এখনও ন্যায় বিচার পায়নি", এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষের তাই মনে হচ্ছে যে অভয়ার সুবিচার পায়নি তাই তারা রাস্তায় নামছে। শাসক দল চাইবে এটা ধামাচাপা দিতে। সাধারণ মানুষের মন আরও উদ্বেলিত হয়েছে কসবা ল' কলেজ, জোকা আইআইএম-এর ঘটনায়, তাই তারা রাস্তায় নেমেছেন।
অভয়ার মৃত্যুর বর্ষপূর্তিতেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন, নির্যাতিতার পরিবার। তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন। এনিয়ে বিজেপি নেতা বলেন, "যখন এরকম জঘন্য ঘটনার সুবিচার পাওয়া যাবেনা তখনই এর সঙ্গে জড়িত সব পক্ষকে নিয়েই প্রশ্ন উঠবে। আদালতের কাছে গিয়ে বলা উচিত। নতুন করে তদন্ত শুরু করুন। অনেক তথ্য আছে যা ইগনোর করা হয়েছে। যাদের দিয়ে করানো হয়েছে তাদের বাদ দিয়ে অন্যদের দিয়ে করান। কিন্তু সুবিচার হওয়া উচিত"।
আরও পড়ুন- আরজি কর কান্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান ঠেকাতে পুলিশের 'অতিসক্রিয়তা', গর্জে উঠলেন শুভেন্দু
আজ অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো'র ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি নবান্ন অভিযান নিষিদ্ধ করে বিকল্প স্থানে প্রতিবাদ কর্মসূচী আয়োজনের কথা বলা হয়েছে হাওড়া ও কলকাতা পুলিশের তরফে। গণতান্ত্রিক পথে আন্দোলন হলে সরকার সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, এবিষয়ে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, "কোন বড় ঘটনা হলে যার জন্য সরকার চাপে পড়তে পারে, যদি সরকারের ইমেজ খারাপ হয় তাতে সরকার ভয় দেখাবে। ডাক্তারদের বশে আনা সহজ সাসপেন্ড করা ট্রান্সফার করা যেগুলো ওরা করেছেন। সেই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক, যে সরকার স্বেচ্ছাচারী হয়ে ওঠে"।
নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করেছে পুলিশ। দিকে দিকে ব্যারিকেড, জলকামান, ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। প্রায় ৫০০০ পুলিশ রাস্তায় মোতায়েন করা হয়েছে। এবিষয়ে বিজেপি নেতা বলেন, তৃণমূল সরকার ভয়ের মধ্যে রয়েছে, এটা জন আন্দোলন হয়ে গিয়েছে। কোন দলের তরফে আন্দোলন করা হলে তা বোঝা যায় কতজন আসবে, কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে কী চলছে , সেটা রাস্তায় আজকে করলে কত লোক হতে পারে, তা আন্দাজ করতে পারছে না সরকার তাই তারা ভয় রয়েছে"।
বিহারের পর বাংলাতেও হতে চলেছে SIR? নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে চিঠি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "সারা ভারতে বিদেশীরা ভোটার হয়ে ভোটকে প্রভাবিত করছেন। ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন কড়া স্টেপ নিয়েছে। বিহারের সফলভাবে হওয়ায়, বাংলার মানুষের মধ্যেও আশা জেগেছে যে এখানেও ফ্রি এবং ফেয়ার ইলেকশন হতে পারে। যে সরকার এখানে আছে তারা বাংলাদেশীদের ভোটে জিতে ফের সরকারে আসতে চায় তাই তাদের মধ্যে SIR নিয়ে একটা ভয় কাজ করছে। কেন্দ্র সরকার বা তার কোন এজেন্সি কোন নির্দেশ দিলে তা এরা মানতে চায় না। দেশের নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কন্ডাক্ট করে। আজ না হলে কাল তাদের সিদ্ধান্ত মানতেই হবে"।
আরও পড়ুন- রাজপথে আছড়ে পড়বে প্রতিবাদের ঢেউ, ব্যারিকেড ভেঙে নবান্ন অভিযানের হুঙ্কার নির্যাতিতার পরিবারের
শুভেন্দু অধিকারীর পরিবার নিয়ে অখিল গিরির করার মন্তব্য প্রসঙ্গে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, অখিল গিরি এরকম অনেক কথা বলেন। রাষ্ট্রপতি রাজ্যপাল সম্পর্কে এরকম অনেক কথা বলেন। উনি জানেন না, যারা হিন্দু এখানে শরণার্থী হিসেবে এসেছেন ভারত তাদের জায়গা দিয়েছে। বর্তমানে তো আইন হয়ে গেছে। উনি মন্ত্রী হয়েছেন একটু মাথাটা ঠিক করা উচিত।