West Bengal News Updates: পুলিশি বাধায় থমকে 'কালীঘাট অভিযান', হাজরা মোড়ে অবস্থান-বিক্ষোভে রাজ্যকে তুলোধোনা অভয়া মঞ্চের

West Bengal News Updates 9 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 9 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Girl murder, Chief Minister's party members, resignation demand, Tamanna’s mother, Kaliganj, raises voice again, murder allegation, West Bengal politics,RG kar protest,rg kar case, nabanna abhijan,kalighat cholo,abhaya mancha,Mamata Banerjee,অভয়া মঞ্চ,কালীঘাট চলো, মেয়েটাকে খুন, মুখ্যমন্ত্রীর দলের লোক, পদত্যাগ দাবি, তমান্নার মা, কালীগঞ্জ, ফের সোচ্চার, খুনের অভিযোগ, পশ্চিমবঙ্গ রাজনীতি

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Updates:আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের দিন বিকেলে কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ। যদিও পুলিশ সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি। তা সত্ত্বেও বিকেলে হাজরা মোড়ে জমায়েত শুরু হয়ে যায়। মিছিল আটকাতে আগেভাগে সেখানে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মিছিল এগোন যাবে না। পরে অভয়া মঞ্চ জানিয়ে দেয় হাজরা মোড়ে মঞ্চ বেঁধেই হবে প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় আরজি কর কাণ্ড নিয়ে ফের একবার অভয়া মঞ্চের সদস্যরা তুলোধোনা করলেন রাজ্য সরকারকে। সভায় উপস্থিত হয়ে কালীগঞ্জের তামান্না খাতুনের মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন।

Advertisment

ফের শুটআউট। আবারও তৃণমূলের নেতা খুন। কোচবিহারে ভরা বাজারে খুব কাছ থেকে তৃণমূলের যুব নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নিহত তৃণমূলের যুবনেতা এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে। নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ।

পুলিশের লাঠির আঘাতে আহত শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পুলিশ ধরলে ছিটকে বেরিয়ে আসেন। বিরোধী দলনেতার দাবি, শুধুমাত্র একশোজনের বেশি আক্রান্ত হয়েছেন পার্কস্ট্রিটেই। অভয়ার মা-বাবাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। লেডি কিমের শাসন চলছে, মমতাকে নিশানা বিরোধী দলনেতার। ইতিমধ্যেই অভয়ার মাকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকা হাসপাতালে। তাকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Advertisment

আরও পড়ুন- Nabanna Abhijan: 'পুলিশ মেরেছে', নবান্ন অভিযানে অসুস্থ আরজি করের নির্যাতিতার মা, ভর্তি হাসপাতালে, দেখতে গেলেন শুভেন্দু

পুলিশের বজ্রআঁটুনি উপেক্ষা করেই নবান্ন অভিযানে অংশ নিয়েছেন কাতারে কাতারে মানুষ। আরজি কর কান্ডের বর্ষপূর্তিতে ন্যায় বিচার ছিনিয়ে আনার লড়াইয়ে আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ডোরিনা ক্রসিং থেকে মিছিল এগোতেই শুভেন্দুকে আটকানোর চেষ্টার অভিযোগ। পার্কস্ট্রিটের কাছে ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা। পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয়েছে অভয়ার-বাবা-মাকে। গ্রেফতার একাধিক।

আরও পড়ুন- Nabanna Abhijan:নবান্ন অভিযানে পুলিশি বাধা-ব্যাপক লাঠিচার্জ, 'এর মাশুল দেবেন মমতা', হুঙ্কার শুভেন্দুর

এদিন নবান্ন অভিযানে গিয়ে পার্ক স্ট্রিটে পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারীরা। সেখানেই  অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্য বিধায়কদের নিয়ে রাস্তার পাশে বসে পড়েন বিরোধী দলনেতা। পুলিশের লাঠির আঘাতে আহত শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক। বিরোধী দলনেতার দাবি, শুধুমাত্র একশোজনের বেশি আক্রান্ত হয়েছেন পার্কস্ট্রিটেই। অভয়ার মা-বাবাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। লেডি কিমের শাসন চলছে, মমতাকে নিশানা বিরোধী দলনেতার। 

RG kar protest
আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ Photograph: (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)

RG Kar Protest
ধর্মতলা যেন রণক্ষেত্র। এক্সপ্রেস ফটো শশী ঘোষ

আরও পড়ুন- পাড়ায় একঘরে করে দেওয়ার চেষ্টা' নবান্ন অভিযানের আগে তৃণমূলের বিরুদ্ধে 'বোমা' ফাটালেন RG Kar-এর নির্যাতিতার বাবা

RG kar protest
আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ  (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)

আরও পড়ুন- IISER-এর মেধাবী গবেষক পড়ুয়ার মৃত্যুতে তোলপাড় বাংলা, প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

  • Aug 09, 2025 15:14 IST

    West Bengal News Live Updates: ফের উত্তাল পার্কস্ট্রিট

    ফের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পার্কস্ট্রিট। অবস্থান বিক্ষোভ থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা। স্লোগানে মুখরিত রাজপথ। প্রতিবাদে উত্তাল শহর কলকাতা।



  • Aug 09, 2025 14:52 IST

    West Bengal News Live Updates: নির্যাতিতার মাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ আরজি কর কাণ্ডের নির্যাতিতার মায়ের। অভিযোগ চার পাঁচ জন পুলিশ তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে শাখা পলা। তবে তিনি অনড় নবান্নে যাবেনই।

     



  • Aug 09, 2025 12:21 IST

    West Bengal News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

    নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নয়নজুলিতেযাত্রীবাহীবাস। ঘটনায় আহত একাধিক। চাঞ্চল্য ছড়িয়েছে গোটাএলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানারকলাবাড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন ডোমকলের দিক থেকে যাত্রীবাহী বাস বহরমপুরের দিকে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজুলিতে। এই ঘটনায় আহত হয় একাধিক যাত্রী। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদার ও দমকল কর্মীরা । স্থানীয়মানুষ, দমকল ও ডোমকল থানার পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে আরও জানা যায় যদিও আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা এখন স্থিতিশীল।



  • Aug 09, 2025 12:09 IST

    West Bengal News Live Updates: বিজেপি নেতা তাপস রায়ের নেতৃত্বে ধর্মতলা অভিমূখে মিছিল

    ডোরিনাক্রসিংথেকেশুরুহতেচলেছেনবান্নঅভিযানশুভেন্দুঅধিকারীসহএকাধিকবিজেপিনেতানবান্নঅভিযানেঅংশনেবেনবিজেপি নেতা তাপস রায়েরনেতৃত্বে বিরাটমিছিলনেতৃত্বেএদিনধর্মাতলাঅভিমূখেরওনাহন।



  • Aug 09, 2025 11:57 IST

    West Bengal News Live Updates: বিরাট পথদুর্ঘটনা, মৃত্যু ৫ জনের

    ভয়ঙ্করপথদুর্ঘটনায়মৃত্যুহলজনেররাজস্থানের দৌসা জেলার সিকান্দ্রা থানা এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘটে এক মর্মান্তিক এইপথ দুর্ঘটনা। ঘটনাস্থলেইদু’জনের মৃত্যু হয়, আর হাসপাতালেনিয়ে যাওয়ার পথে প্রাণ হারান আরও তিনজনপুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রেলারনিয়ন্ত্রণহারিয়েডিভাইডারেধাক্কামেরে হাইওয়ের অপর দিকে চলে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকেধাক্কামারে। গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেইমৃত্যুহলজনেরগুরুতর আহত তিনজনকেজয়পুরেরেফার করা হলে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেচিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেলার চালক ঘুমিয়েপড়েছিলেন, যার ফলে গাড়িরনিয়ন্ত্রণহারিয়ে এই দুর্ঘটনা ঘটে।



  • Aug 09, 2025 11:48 IST

    West Bengal News Live Updates: স্তব্ধ কলকাতা, হাওড়া

    নবান্ন অভিযানের একঘন্টা আগে পুরোপুরি বন্ধ হাওড়াব্রিজ, বিদ্যাসাগর সেতু। পাশাপাশি রেড রোডে, খিদিরপুরে বিরাট কন্টেনার মোতায়েন করা হয়েছেহাওড়াব্রিজের উপর মোতায়েন প্রচুর পুলিশনবান্নমুখী সব রাস্তায় বিশাল বিশালব্যারিকেড। মিছিল রুখতেসক্রিয়পুলিশ। চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি। পাশাপাশি গোটা ঘটনার ভিডিও গ্রাফিও করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। 



  • Aug 09, 2025 11:47 IST

    West Bengal News Live Updates: নবান্ন অভিযানে অংশ নেবেন শুভেন্দু অধিকারী

    আজ আরজি কর খুন ও ধর্ষণ কাণ্ডের বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে শনিবার ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে আরজি করের নির্যাতিতার বাবা-মা। আর সেই ডাকে সাড়াদিয়ে আজ নবান্নে অভিযানে অংশ নিতে চলেছেন বিরোধী দলনেতাশুভেন্দুঅধিকারীসোশ্যালমিডিয়া পোস্টে বিরোধী দলনেতা লিখেছেন, আরজি.কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরতা তরুণী চিকিৎসক বোন 'অভয়ার' ধর্ষণ ও খুনের সেই অভিশপ্ত দিনের বর্ষপূর্তি উপলক্ষে আমি বোন 'অভয়ার' স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি ও তার আত্মার শান্তি কামনা করি।‘অভয়ার’ মা-বাবার আহ্বানে, সম্মিলিত প্রশাসনিক প্রচেষ্টায় সেই জঘন্য ঘটনা ধামাচাপা দেওয়ার ঘৃণ্য প্রয়াসদোষীদেরআড়াল করার উদ্দেশ্যে প্রমাণ লোপাট করার চক্রান্তের প্রতিবাদে এবং সুবিচারেরআশায় আজ 'নবান্ন অভিযান'এ আমি অংশগ্রহণ করবো"।

     

     



  • Aug 09, 2025 11:45 IST

    West Bengal News Live Updates: নবান্ন অভিযানের আগে তৎপর পুলিশ

    আজ আরজি কর কান্ডেবর্ষপূর্তিমেয়ের প্রথম মৃত্যু বার্ষিকীতে অভয়ার বাবা-মা নবান্ন মিছিলের ডাক দিয়েছেন। ‘অভয়া মঞ্চ’-এর তরফে আজই কালীঘাট অভিমূখে এক মিছিলের আয়োজন করা হয়েছে। তবে শুক্রবার পুলিশউভয় কর্মসূচির অনুমতি বাতিল করে বিকল্প বিক্ষোভস্থলের প্রস্তাব দিয়েছেহাওড়ারসাঁতরাগাছিবাসস্ট্যান্ড ও কলকাতার রানিরাসমণিঅ্যাভিনিউপুলিশের তরফে জানানো হয়েছে, নবান্ন হাই সিকিউরিটি জোন, যেখানে বিএনএস-এর ধারা ১৬৩ ধারা জারি রয়েছে। সেখানে কোন মিছিলের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সাফ জানিয়ে দেন কালীঘাট অভিমূখে মিছিলে কোনরকমের অনুমতি মিলবে না। সিসিটিভিড্রোনের মাধ্যমে নজরদারি চলবে। অনুমোদনহীন স্থানে জমায়েত হলে পুলিশের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     



  • Aug 09, 2025 11:45 IST

    West Bengal News Live Updates: নবান্ন অভিযানের আগে সাঁতরাগাছিতে ধুন্ধুমার

    নবান্ন অভিযানের আগে সাঁতরাগাছিতে স্বেচ্ছাসেবকদের অস্থায়ী ক্যাম্প তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এ নিয়েগর্জে উঠলেন বিরোধী দলনেতাশুভেন্দুঅধিকারী। অভিযোগ, অভিযানে অংশগ্রহণকারীদের জন্য জল ও চিকিৎসার ব্যবস্থা করতেই ওই ক্যাম্প তৈরি হচ্ছিল। সেই সময়হাওড়া সিটি পুলিশেরআধিকারিকরা এসে কাজ বন্ধ করে দেন। রেলের জায়গায় অনুমতি নিয়েই ওই ক্যাম্প করা হচ্ছিল দাবি শুভেন্দুর।পুলিশি বাধার খবর পেয়ে ঘটনাস্থলেপৌঁছন বিরোধী দলনেতাপুলিশআধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। শুভেন্দুর অভিযোগ, “গাড়ি থেকে মাল নামাতে দেননিকাকতালীয়ভাবে আমি তখনই ওদিক দিয়ে যাচ্ছিলাম। আমি না এলে ওদেরতাড়িয়ে দিত। পুলিশ তো রেলের জায়গায় ঢুকেছে। আমি রেলমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি।” তিনি আরও বলেন, “এটা সরকারবিরোধী আন্দোলন, রাজনৈতিক আন্দোলন নয়। ছাত্রসমাজের ছেলেরাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।”পাশাপাশি বিরোধী দলনেতাশুভেন্দুঅধিকারীদলীয় পতাকা সরিয়েবিজেপি নেতা-কর্মীদের আজকের নবান্ন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন

     

     

     



  • Aug 09, 2025 11:03 IST

    West Bengal News Live Updates: পুরোপুরি বন্ধ হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু

    নবান্নঅভিযানেরএকঘন্টাআগেপুরোপুরিবন্ধহাওড়াব্রিজ, বিদ্যাসাগরসেতুপাশাপাশিরেডরোডে, খিদিরপুরেবিরাটকন্টেনারমোতায়েনকরাহয়েছেহাওড়াব্রিজেরউপরমোতায়েনপ্রচুরপুলিশনবান্নমুখীসবরাস্তায়বিশালবিশালব্যারিকেডমিছিলরুখতেসক্রিয়পুলিশ



  • Aug 09, 2025 10:54 IST

    West Bengal News Live Updates: আরজি কর কাণ্ডের বর্ষপূর্তি, প্রতিবাদে অংশ নেবেন কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের মা-বাবা

    আরজিকরকান্ডেরবর্ষপূর্তি, অভয়ামঞ্চেরতরফেকালীঘাটঅভিযানেঅংশনেবেনকালীগঞ্জেরনিহতচতুর্থশ্রেণিরছাত্রীতামান্নাখাতুনেরমা-বাবাএদিনপলাশীস্টেশনথেকেকলকাতাঅভিমূখেরওনাহননিহতনাবালিকারপরিবার



  • Aug 09, 2025 10:47 IST

    West Bengal News Live Updates:'অর্থহীন আন্দোলন', আরজি কর বর্ষপূর্তিতে ফিরহাদের মন্তব্যে তুঙ্গে চর্চা

    'অর্থহীনআন্দোলন'বাঙালিবিদ্বেষইস্যুথেকেনজরঘোরাতেইআজকেরনবান্নঅভিযানেরডাকদেওয়াহয়েছেবলেমন্তব্যমেয়রফিরহাদহাকিমেরপাশাপাশিতিনিবলেন, 'আরজিকরআন্দোলনেরাজনীতিররঙলাগানোহচ্ছে'মেয়রেরকথায়, ওনাদেরকথাতেইসিবিআইতদন্তকরেছেকলকাতাপুলিশতদন্তেরদায়িত্বেথাকলেঅভিযুক্তেরমৃত্যুদণ্ডনিশ্চিতকরাহত



  • Aug 09, 2025 10:37 IST

    West Bengal News Live Updates: হুঙ্কার শুভেন্দুর, নবান্ন অভিযানে ঠেকাতে অতি সক্রিয় পুলিশ

    আজআরজিকরখুনধর্ষণকাণ্ডেরবর্ষপূর্তিসেইউপলক্ষ্যেশনিবারঅগাস্টনবান্নঅভিযানেরডাকদিয়েছেআরজিকরেরনির্যাতিতারবাবা-মাআরসেইডাকেসাড়াদিয়েআজনবান্নেঅভিযানেঅংশনিতেচলেছেনবিরোধীদলনেতাশুভেন্দুঅধিকারীসোশ্যালমিডিয়াপোস্টেবিরোধীদলনেতালিখেছেন, আরজি.কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরতা তরুণী চিকিৎসক বোন 'অভয়ার' ধর্ষণ ও খুনের সেই অভিশপ্ত দিনের বর্ষপূর্তি উপলক্ষে আমি বোন 'অভয়ার' স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি ও তার আত্মার শান্তি কামনা করি

    অভয়ারমা-বাবারআহ্বানে, সম্মিলিতপ্রশাসনিকপ্রচেষ্টায়সেইজঘন্যঘটনাধামাচাপাদেওয়ারঘৃণ্যপ্রয়াসদোষীদেরআড়ালকরারউদ্দেশ্যেপ্রমাণলোপাটকরারচক্রান্তেরপ্রতিবাদেএবংসুবিচারেরআশায়আজ 'নবান্নঅভিযান'এআমিঅংশগ্রহণকরবো"

     

     



  • Aug 09, 2025 09:31 IST

    West Bengal News Live Updates: জম্মু ও কাশ্মীরের কুলগামে ২ জওয়ান শহীদ, এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি

    জম্মু কাশ্মীরের কুলগামেরআখালএলাকায় সেনা-জঙ্গিসংঘর্ষ আজ নবম দিনেও (০৯ আগস্ট, ২০২৫) অব্যাহত। সারা রাত ধরে এলাকায় বিকট বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা গেছে। এই সময়, গত রাতে গুলিবর্ষণে দুই সেনা সদস্য শহীদ হন, এবং আরও দুই সেনা আহত হন। এখনও পর্যন্ত, অভিযানে একজঙ্গিরমৃতদেহউদ্ধারকরাহয়েছেএইঅভিযানে মোট দুই সেনা শহীদ হয়েছেন এবং দশজন সেনা আহত হয়েছেন। সূত্রের খবর, ঘন জঙ্গলেকমপক্ষে তিন বা তার বেশিজঙ্গিএখনও লুকিয়ে রয়েছে। এই সংঘর্ষ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযানে পরিণত হয়েছে

     



  • Aug 09, 2025 08:42 IST

    West Bengal News Live Updates: জেলায় জেলায় জারি চূড়ান্ত সতর্কতা

    আগামীকয়েকদিনহালকাথেকেমাঝারিবৃষ্টিরপুর্বাভাসজারিকরলআবহাওয়া দফতরIMD পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারজেলায় ১৩ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেরবাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি পুরুলিয়ায়বিচ্ছিন্নভাবেঅতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল পর্যন্ত

     

     



RG Kar Case Nabanna Abhijan