/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/RG-Kar-Vandalism.jpg)
Vineet Goyal on RG Kar Vandalism: আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তে ভরসা রাখতে বললেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।
RG Kar Incident-Kolkata Police: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তভার এখন CBI-এর হাতে। কলকাতা পুলিশ এব্যাপারে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে সব ধরনের সহযোগিতা করছে বলে জানিয়ে দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। একইসঙ্গে আরজি করে মেয়েদের রাত দখলের দিন ভাঙচুরের ঘটনায় সব অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন সিপি।
বিনীত গোয়েল এদিন জানান, রাত দখলের কর্মসূচি যে হিংস্র হয়ে উঠবে, তা পুলিশ আন্দাজ করতে পারেনি। তাঁর কথায়, ‘‘একে আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন।’’ আরজি করে ডিসিপি পর্যায়ের পুলিশও মোতায়েন করা হয়েছিল বলে জানান তিনি। কিন্তু পুলিশ আক্রান্ত হয়। ডিসিপি আহত হলে সাময়িক ভাবে পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। সামাল দিতে সময় লাগে পুলিশের।
শুক্রবার লালবাজারে সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, "মেয়েদের রাত দখলের দিন অনেক জায়গায় জমায়েত হয়েছিল। সব জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ। ভাঙচুরের ঘটনায় যারাই জড়িত কোনও দল না দেখে গ্রেফতার করা হবে। আমরা হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করছি।"
তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন প্রসঙ্গে এদিন সিপি বলেন, "কেন বলা হচ্ছে যে কলকাতা পুলিশ ধামাচাপা দিতে চাইছে? মানুষ কেন এত অধৈর্য্য হয়ে পড়ছেন? কলকাতা পুলিশ CBI-কে সাহায্য করছে। আমরা কাউকে বাঁচাতে চাইছি না। আমি প্রথম দিন থেকে বলেছি কিছুই লুকনোর নেই।"
আরও পড়ুন- Locket-Rachana: আরজি কর কাণ্ডে লকেট-রচনা! তৃণমূল সাংসদের রিলস নিজের প্রোফাইলে পোস্ট BJP নেত্রীর
তিনি আরও বলেন, "কলকাতা পুলিশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার কোন কারণ নেই। কোথাও কোনও খামতি থাকলে এজেন্সি দেখবে। স্বাভাবিক মৃত্যু না হলে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। তারপর সন্দেহজনক কিছু থাকলে সেই অনুযায়ী ধারা যোগ করা হয়। এখন তদন্তকারী এজেন্সির উপর ভরসা রাখুন।"