RG Kar Case: আরজি করের নারকীয় কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! CBI জিজ্ঞাসাবাদের মুখে নার্সরা

RG Kar Case-CBI: আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের ধরন নিয়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। শুধু সঞ্জয় রায়ই নয়, তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে আরও অনেকে জড়িত বলে দাবি নির্যাতিতার বাবা-মায়ের।

RG Kar Case-CBI: আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের ধরন নিয়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। শুধু সঞ্জয় রায়ই নয়, তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে আরও অনেকে জড়িত বলে দাবি নির্যাতিতার বাবা-মায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI has submitted a status report to court in the investigation of the RG Kar case: আরজি কর কাণ্ডে স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের।

RG Kar Case: আরজি কর কাণ্ডে তদন্ত জারি রেখেছে সিবিআই।

RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। আরজি করের চার নার্সকে ডেকে পাঠিয়েছিল CBI। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্ধারিত সময়েই কেন্দ্রীয় তদন্ত সংস্থার সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দিয়েছিলেন তাঁদেরই কয়েকজন। বেশ খানিকক্ষণ তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

Advertisment

আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার ওই হাসপাতালেরই চার নার্সকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল CBI। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত কয়েকজন নার্সকে ডেকে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবারই কয়েকজন হাজিরা দিয়েছেন সিজিও কমপ্লেক্সের দফতরে। বেশ কিছুক্ষণ তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। তবে আদালতের এই রায়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। তাদের দাবি শুধু সঞ্জয় নয়, নারকীয় এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন আর অনেকে। সিবিআই তদন্তের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। এমনকী নিজেদের অসন্তোষের কারণ তারা সুপ্রিম কোর্টেও জানিয়েছেন। তাঁদের মেয়ের এমন নৃশংস পরিণতির জন্য তাদের দাবি অনুযায়ী যারা যারা দোষী তাদের প্রত্যেকের শাস্তি না হওয়া পর্যন্ত অব্দি তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- West Bengal News Live:কোর্ট থেকে বেরোতেই BJP বিধায়কের গাড়ি ভাঙচুর, তুলকালাম কাণ্ডে তোলপাড়

Advertisment

অন্যদিকে, আরজি কর আন্দোলনের অন্যতম অগ্রণী চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি করেছে রাজ্য সরকার। শুরু থেকেই আরজি কর আন্দোলনের চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বড়সড় ভূমিকা ছিল। বিভিন্ন সময়ে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে ডাক্তারদের আন্দোলনের একেবারে প্রথম সারিতে থাকতে দেখা গিয়েছিল এই চিকিৎসককে। এই সুবর্ণ গোস্বামীকে এবার দার্জিলিং টিবি হাসপাতালে বদলি করেছে রাজ্য সরকার। ওই হাসপাতালে সুপার পদে বদলি করা হয়েছে তাঁকে। এর আগে পূর্ব বর্ধমানের ডেপুটি সিওএমএইচ ২ পদে কর্মরত ছিলেন তিনি।

RG Kar Case news of west bengal RG Kar Medical College news in west bengal Bengali News Today cbi