RG Kar Case: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও একজন সিবিআইয়ের জালে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে খবর, ধৃত আশিস তৃণমূলের ছাত্রনেতা (TMCP)। এর আগে একদিন তাঁকে জেরা করার জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হল।
আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার গ্রেফতার হলেন আশিস পাণ্ডে। এখনও পর্যন্ত এই মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, যেদিন আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেদিন সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস। সঙ্গে ছিল তাঁর বান্ধবী। সিবিআইয়ের আধিকারিকরা মনে করেছিলেন, আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িতে থাকতে পারেন আশিস। তাই তাঁকে ডেকে জেরা করা হয়েছিল।
ঘটনার দিন যে গেস্ট হাউসে ছিলেন আশিস, সেই গেস্ট হাউসের কর্মীকে সেদিনের নথিপত্র-সহ জেরা করেছেন আধিকারিকরা।
আরও পড়ুন পুজোর আগে লাগাতার কর্মবিরতি! জুনিয়র ডাক্তারদের কী বার্তা দিলেন সাংসদ অভিনেতা দেব?
আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি তিন বছর ধরে হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই তদন্তের জন্য গত ১৬ আগস্ট রাজ্য সরকারের তরফে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়। কিন্তু সেই সিটের উপর ভরসা নেই বলে মামলার তদন্তভার ইডিকে দেওয়ার আবেদন জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু উচ্চ আদালত জানায়, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি আরও জটিল হতে পারে। এরপর সিবিআইকে তদন্তভার দেয় উচ্চ আদালত।
হাইকোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতির তদন্তের শুরুতেই সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে গ্রেফতার করে সিবিআই। তার পর তৃণমূল ছাত্রনেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করা হল বৃহস্পতিবার। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে।