Advertisment

Deb On Junior Doctors Protest: পুজোর আগে লাগাতার কর্মবিরতি! জুনিয়র ডাক্তারদের কী বার্তা দিলেন সাংসদ অভিনেতা দেব?

Deb On Junior Doctors Protest: সাগর দত্তের ঘটনার জেরে ও আরজি কর কাণ্ডের প্রতিবাদ ১০ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার মহামিছিলে জুনিয়র ডাক্তারদের সেই প্রতিবাদে পা মিলিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
dev on junior doctors protest

জুনিয়র ডাক্তারদের কী বার্তা দিলেন সাংসদ অভিনেতা দেব? এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

Deb On Junior Doctors Protest: আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ অব্যাহত। উৎসব আবহেও প্রতিবাদের আঁচ এতটুকু কমেনি। এর মাঝেই সাগর দত্তের ঘটনার জেরে ও আরজি কর কাণ্ডের প্রতিবাদ ১০ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার মহামিছিলে জুনিয়র ডাক্তারদের সেই প্রতিবাদে পা মিলিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। উৎসবের দিনগুলিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য পরিষেবায়। এমন পরিস্থিতি জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেছেন সিনিয়র ডাক্তাররা। কর্মবিরতি প্রত্যাহার করেও কোন পথে প্রতিবাদকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে নিয়েই চলছে দু'পক্ষের আলোচনা। সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা শেষে তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত ঠিক করবেন জুনিয়র ডাক্তাররা। 

Advertisment

১১০ ফুটের সুবিশাল দুর্গা! কলকাতার নাকের ডগায় পুজোয় এবার বিরাট চমক, শিল্পকর্ম তাক লাগাবে

সামনেই দুর্গাপুজো। তার আগেই নিন্মচাপের ভ্রুকুটি। রাজ্য জুড়ে ফের  সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি। এমন আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। এর মাঝেই সাধারণ মানুষ যাতে পরিষেবা পান তার জন্য জোরালো সওয়াল করেছন অভিনেতা সাংসদ দেব। তিনি বলেছেন,  "একটা ন্যায় পাওয়ার জন্য আরেকটা অন্যায় যাতে না হয় সেদিকে জুনিয়র ডাক্তারদের নজর দেওয়া উচিৎ। মানুষ যেন পরিষেবা পায়। আমি বলব না যে তারা প্রতিবাদ করবে না। আমরা সবাই চাই অপরাধীরা শাস্তি পায়। ডাক্তাররা অনেক বেশি শিক্ষিত, অনেকটা বেশি বোঝেন। মানুষকে বাঁচানোর তাগিদ তাদের মধ্যে অনেক বেশি। মানুষ যেন পরিষেবা পায় সেদিকটা তাদের নজর দেওয়া উচিৎ। ডাক্তাররা মানুষের কাছে ভগবান। গরীব মানুষের সঙ্গে কোন অন্যায় না হয় সেই দিকে তাদের নজর দেওয়া উচিৎ"।

প্রতিবাদ'ই উৎসব, উৎসবেই জারি প্রতিবাদ! আরজি কর কাণ্ডে 'লজ্জার' অনন্য থিমে সমাজকে বিরাট বার্তা

পুজোর আগে ফের নিন্মচাপের ভ্রুকুটি। বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ অংশ। পাহাড়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফের নিন্মচাপের জেরে কপালে ভাঁজ পড়েছে রাজ্য সরকারের। বৃষ্টিজেরে ফের ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা? এর মাঝেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আপডেট দিলেন অভিনেতা দেব। তিনি এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সিরিয়াস। জুন থেকে সেপ্টেম্বর মাত্র তিন-চার মাসে ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয়। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইতিমধ্যে রাজ্য সরকার এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে, জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর পর জমি অধিগ্রহণ নিয়ে জমির মালিকদের সঙ্গে আলোচনায় বসবে সরকার। ফেরুয়ারি মার্চ থেকে পুরো দমে কাজ শুরু হয়ে যাবে"। 

protest Dev Junior Doctors
Advertisment