/indian-express-bangla/media/media_files/2024/10/21/Uar6Bez3aT3GxFqpW00l.jpg)
Junior Doctors Hunger Strike: ধর্মতলায় অনশন মঞ্চে আন্দোলনকারী ডাক্তাররা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
Junior Doctors' Hunger Strike: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠকের পর সোমবার রাতে আমরণ অনশন প্রত্যাহার করে নিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে মঙ্গলবার স্বাস্থ্য পরিষেবায় সর্বাত্মক ধর্মঘটের ডাকও প্রত্যাহার করে নিলেন আন্দোলনকারীরা। গত ৫ অক্টোবর থেকে আমরণ অনশনের বসেছিলেন তাঁরা।
যদিও এদিন ধর্মতলায় ধরনামঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানান, নবান্নে প্রশাসনিক বৈঠকে প্রশাসনের শরীরী ভাষা ভাল লাগেনি তাঁদের। তাঁরা আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের কথাতেই অনশন প্রত্যাহার করেছেন। এদিন যখন অনশন তুলে নেওয়ার কথা তাঁরা জানাচ্ছিলেন তখন ধরনামঞ্চে উপস্থিত ছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার জানান, কোনও সরকারি অনুরোধে নয়, কাকু-কাকিমা এবং সাধারণ মানুষের কথা ভেবেই অনশন তুলে নিলাম আমরা।
জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার এদিন নবান্নে বৈঠকে ছিলেন। তিনি বলেন, আমরা সাধারণ মানুষের কথা ভেবেই আন্দোলন করছি। সাধারণ মানুষের কথা আমরাই ভাবছি। আমরাই ভাবব। তাই অনশন প্রত্যাহার করলাম। আগামী দিনের কর্মসূচি হিসাবে ঘোষণা করছি, শনিবার মহাসমাবেশ হবে আরজি কর মেডিক্যাল কলেজে।
প্রসঙ্গত, এদিন নবান্নে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের ২ ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে অনেক বিষয় যেমন সরকার মেনে নিয়েছে, তেমনই অনেক বিষয়েই আন্দোলনকারীদের সঙ্গে মতানৈক্য হয়েছে সরকারের। একাধিক বিষয়ে আলোচনার পর অনশন মঞ্চে ফিরে এসে জুনিয়র ডাক্তাররা জিবি বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে তাঁরা জানিয়ে দেন, অনশন প্রত্যাহার করছেন তাঁরা। তবে তাঁদের দাবি, সরকারি অনুরোধে নয়, নির্যাতিতা বাবা-মায়ের কথাতেই অনশন তুলে নিলেন তাঁরা।
আরও পড়ুন 'আন্দোলন আপনার থেকেই শিখেছি', মমতাকে জানালেন আন্দোলনকারী মহিলা ডাক্তার