Advertisment

RG Kar case: 'বিনীত গোয়েল নিজে আমাকে ফাঁসিয়েছেন', প্রিজন ভ্যান থেকে ফের চিৎকার সঞ্জয় রায়ের

RG Kar case trial starts: আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া সোমবার থেকে শুরু হল শিয়ালদহ আদালতে। এদিন ফের প্রিজন ভ্যান থেকে চিৎকার করে ফাঁসানোর অভিযোগ করলেন সঞ্জয় রায়। এবার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar Case: প্রিজন ভ্যান থেকে ফের চিৎকার করে ফাঁসানোর অভিযোগ সঞ্জয় রায়ের

RG Kar Case: প্রিজন ভ্যান থেকে ফের চিৎকার করে ফাঁসানোর অভিযোগ সঞ্জয় রায়ের

RG Kar case trial: গত সোমবার আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। তার ঠিক এক সপ্তাহ পর গতকাল শুরু হয়েছে বিচার পর্ব বা ট্রায়াল। সেদিনের মতো এদিনও ফের প্রিজন ভ্যান থেকে চিৎকার করলেন সঞ্জয়। এবার তাঁর মুখে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম শোনা গেল। সেদিন সরকারের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগে চিৎকার করেছিলেন, এদিন শীর্ষ পুলিশকর্তার নামে ফাঁসানোর অভিযোগে সরব হলেন সঞ্জয়।

Advertisment

আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ-খুনের ঘটনার তিন মাস ২ দিন পর শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন ফের প্রিজন ভ্যান থেকে চিৎকার করেন সঞ্জয় রায়। আদালত থেকে বেরনোর সময় সঞ্জয় বলেন, 'আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল, যিনি আছেন ডিসি স্পেশ্যাল ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ওনারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে হুমকি দিয়েছে।'

এদিন আদালতে সাক্ষ্য দেন আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের বাবা। সাক্ষ্যগ্রহণ হয় চিকিৎসকের প্রতিবেশীরও। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সোমবার আদালতে আসেন নির্যাতিতার বাবা। এদিন প্রায় ৩ ঘণ্টা চলে ট্রায়াল। শনিবার এবং রবিবার বাদ দিয়ে এবার থেকে রোজই চলবে সাক্ষ্যগ্রহণ পর্ব। প্রতিদিন সাক্ষী দেবেন ২ জন। সাক্ষ্যগ্রহণের তালিকায় রয়েছেন কয়েকজন জুনিয়র ডাক্তারও। মঙ্গলবার ২ জন জুনিয়র ডাক্তারকে সাক্ষ্যদানের জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুন 'আমি ধর্ষণ-খুন করিনি, সরকার ফাঁসাচ্ছে', প্রিজন ভ্যান চাপড়ে চিৎকার সঞ্জয়ের, আরজি কর কাণ্ডে চার্জ গঠন

এর আগে গত সোমবার আদালতে চার্জ গঠনের পর সঞ্জয়কে প্রিজন ভ্যানে তোলার সময়ে তিনি চিৎকার করে বলতে থাকেন, 'আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।' পাশাপাশি সরকারের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগও তোলেন তিনি। বলেন, 'আমি এতদিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু ধর্ষণ-খুন করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপচাপ ছিলাম।' তিনি আরও যোগ করেন, 'আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ। আমার কোনও কথা শোনেনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমার নামে সব দোষ দেওয়া হচ্ছে। আমি ধর্ষণ-খুন করিনি। আমাকে বলতে দেওয়া হয়নি, আমাকে নীচে নামিয়ে দেওয়া হল। আমি পুরোপুরি নির্দোষ আমায় ফাঁসানো হয়েছে।'

kolkata police RG Kar Medical College Kolkata Doctor Rape-Murder Case RG Kar Case Vineet Goyal
Advertisment