Advertisment

RG Kar Incident: 'আমি ধর্ষণ-খুন করিনি, সরকার ফাঁসাচ্ছে', প্রিজন ভ্যান চাপড়ে চিৎকার সঞ্জয়ের, আরজি কর কাণ্ডে চার্জ গঠন

Charged framed for RG Kar Incident: ৮৭ দিনের মাথায় আরজি কর কাণ্ডে সোমবার শিয়ালদহ আদালতে ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন হল। এদিন প্রিজন ভ্যান চাপড়ে, নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয় রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Incident: আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন আদালতে

RG Kar Incident: আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন আদালতে

Charged framed for RG Kar Incident: আরজি কর কাণ্ডে সোমবার ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হল শিয়ালদহ আদালতে। এদিন আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার। আদালতে চার্জ গঠনের পর তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময়ে চিৎকার করে বলতে থাকেন, 'আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।' পাশাপাশি সরকারের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগও তুলেছেন তিনি।

Advertisment

ধৃত সঞ্জয় রায় এদিন বলেন, 'আমি এতদিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু ধর্ষণ-খুন করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপচাপ ছিলাম।' তিনি আরও যোগ করেন, 'আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।'

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি করের চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর ৮৭ দিনের মাথায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হল। আগামী ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন শুনানি চলবে। এর আগেও সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। কিন্তু কোনওদিন সংবাদমাধ্যমের সামনে এইভাবে চেঁচিয়ে নিজেকে নির্দোষ বলেননি।

আরও পড়ুন নাবালিকাকে যৌন নির্যাতন, উত্তপ্ত মগরা, থানায় ঢুকে হুঙ্কার ছুঁড়ে 'লাইম লাইটে' শাসক বিধায়ক

আর কী বলেছেন সঞ্জয় রায়?

সঞ্জয় এদিন বলেন, 'আমার কোনও কথা শোনেনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমার নামে সব দোষ দেওয়া হচ্ছে। আমি ধর্ষণ-খুন করিনি। আমাকে বলতে দেওয়া হয়নি, আমাকে নীচে নামিয়ে দেওয়া হল। আমি পুরোপুরি নির্দোষ আমায় ফাঁসানো হয়েছে।'

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের প্রথম চার্জশিটে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েরই নাম উল্লেখ ছিল। তবে প্রথম থেকেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে আম জনতা, বিরোধী দল সবারই একটাই প্রশ্ন ছিল, এটা ধর্ষণ না গণধর্ষণ! একজন অভিযুক্ত না একাধিক? সেই প্রশ্নই এবার সোমবার সঞ্জয়ের দাবিতে আরও জোরালো হল বলে মনে হচ্ছে।

cbi Chargesheet RG Kar Medical College RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case
Advertisment