Advertisment

RG Kar Case Update: আলো ঝলমলে উৎসবের শহরে অন্য ছবি ধর্মতলায়, দ্রোহের বড়দিন পালন কলকাতায়

RG Kar Case Update: এও এক অন্য বড়দিন। অনতিদূরেই যেখানে পার্ক স্ট্রিটে উৎসবের রোশনাই, সেখানে ধর্মতলায় দ্রোহের বড়দিন পালন হচ্ছে। 

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Case Update: প্রতিবাদের মধ্যে দিয়েই বড়দিন পালন করছেন অভয়া মঞ্চের সদস্য, সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা

RG Kar Case Update: প্রতিবাদের মধ্যে দিয়েই বড়দিন পালন করছেন অভয়া মঞ্চের সদস্য, সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা

RG Kar Case Update: বড়দিনে গোটা কলকাতা সেজে উঠেছে আলোর মালায়। আলো ঝলমল করছে পার্ক স্ট্রিট, বো-ব্যারাক থেকে সেন্ট পলস ক্যাথিড্রাল এবং অন্য চার্চগুলি। কিন্তু এই উৎসবের আলোর মধ্যেও ভিন্ন ছবি তিলোত্তমারই ধর্মতলায়। সেখানেও আলো জ্বলছে, তবে সেটা মশাল। দ্রোহের মশাল। 

Advertisment

কয়েক মাস কেটে গিয়েছে আরজি কর কাণ্ডের পর। কিন্তু বিচার পায়নি নির্যাতিতা। সেটারই প্রতিবাদে ক্রিসমাসের প্রাক্কালে জমায়েত হয়েছিলেন অভয়া মঞ্চের সদস্য এবং চিকিৎসকরা। মানববন্ধন করে তাঁরা পালন করেন দ্রোহের বড়দিন। মোমবাতি হাতে স্লোগানে স্লোগানে ভরিয়ে দেন ধর্মতলা। এও এক অন্য বড়দিন। অনতিদূরেই যেখানে পার্ক স্ট্রিটে উৎসবের রোশনাই, সেখানে ধর্মতলায় দ্রোহের বড়দিন পালন হচ্ছে। 

মঙ্গলবার রাতে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে জড়ো হয়েছিলেন। প্রত্যেকেই সেখানে হাতে হাত রেখে পালন করেছেন দ্রোহের বড়দিন। ধর্মতলায় জ্বালানো হয় মশাল। অভয়া মঞ্চের সদস্যরা জানাচ্ছেন, বিচার না মেলা পর্যন্ত এই মশাল যাতে জ্বলতে থাকে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। চিকিৎসক তমোনাশ চৌধুরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আজকে ২৪ ডিসেম্বর, অনেকেই উৎসব উদযাপনে মোমবাতি জ্বালান। কিন্তু আমরা তো প্রতিবাদে আছি। তাই কোনও ধর্মীয় অনুষ্ঠান করছি না। কিন্তু আমরা আজ দ্রোহের আলো জ্বালিয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তা দিতে চাই। যে ক্ষোভ আমাদের মধ্যে জ্বলছে সেই ক্ষোভ আমরা রাস্তায় উগরে দিতে চাই। অভয়ার চোখ থেকে জল বেরিয়েছিল, সেই জল আগুন। সেই আগুন সবার মধ্যে জ্বালিয়ে দিতে চাই।'

আরও পড়ুন আরজি কর তদন্তে নয়া আর্জির শুনানি, CBI-পরিবারের আইনজীবীর বাগযুদ্ধ চরমে

Advertisment

প্রতিবাদের মধ্যে দিয়েই বড়দিন পালন করছেন অভয়া মঞ্চের সদস্য, সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা। প্রসঙ্গত, এদিনই আরজি কর কাণ্ডে তদন্ত নিয়ে নতুন আর্জির শুনানিতে হাইকোটে তর্কযুদ্ধে জড়ান CBI এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী। নতুন করে আরজি কর মামলার তদন্ত শুরুর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার পরিবার। সেই মামলার শুনানিতেই কেন্দ্রীয় সংস্থার আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের আইনজীবীর তর্কযুদ্ধ শুরু হয় আদালতের কক্ষে।

আরও পড়ুন সেমিনার হলে নির্যাতিতার প্রতিরোধের কোনও চিহ্নই নেই! সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে চাঞ্চল্য

মঙ্গলবার হাইকোর্টে নির্যাতিতার পরিবারের আইনজীবী এবং সিবিআই আইনজীবীর মধ্যে ভিন্নমত উঠে আসে। আরজি করের নির্যাতিতা ধর্ষণ-খুনের তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে কিনা তা নিয়েই ভিন্নমত পোষণ করতে দেখা যায় দুই আইনজীবীকে। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান বিষয়টি স্পষ্ট করতে সুপ্রিম কোর্ট কিংবা ডিভিশন বেঞ্চ থেকে ব্যাখ্যা আনুন। আরজি করের তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে কিনা সে ব্যাপারে একেবারে একেবারে স্পষ্ট হওয়ার পরেই আবেদন শোনা হবে বলে জানান বিচারপতি ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি।

RG Kar Medical College cbi RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case
Advertisment