RG Kar Case: আরজি কর তদন্তে নয়া আর্জির শুনানি, CBI-পরিবারের আইনজীবীর বাগযুদ্ধ চরমে

RG Kar Incident: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় নতুন করে তদন্তের দাবি করেছে নির্যাতিতার পরিবার। কলকাতা হাইকোর্টে তাঁরা আবেদন করেছিলেন।

RG Kar Incident: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় নতুন করে তদন্তের দাবি করেছে নির্যাতিতার পরিবার। কলকাতা হাইকোর্টে তাঁরা আবেদন করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata highcourt

Calcutta High Court:কলকাতা হাইকোর্ট।

Argument between CBI and victims familys lawyer over hearing fresh plea in RG Kar probe: আরজি কর (RG Kar) কাণ্ডে তদন্ত নিয়ে নতুন আর্জির শুনানিতে হাইকোটে তর্কযুদ্ধে জড়াল CBI এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী। নতুন করে আরজি কর মামলার তদন্ত শুরুর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) মামলা করেছিলেন নির্যাতিতার পরিবার। সেই মামলার শুনানিতেই কেন্দ্রীয় সংস্থার আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের আইনজীবীর তর্কযুদ্ধ শুরু হয় আদালতের কক্ষে।

Advertisment

মঙ্গলবার হাইকোর্টে নির্যাতিতার পরিবারের আইনজীবী এবং সিবিআই আইনজীবীর মধ্যে ভিন্নমত উঠে আসে। আরজি করের নির্যাতিতা ধর্ষণ-খুনের তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে কিনা তা নিয়েই ভিন্নমত পোষণ করতে দেখা যায় দুই আইনজীবীকে। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান বিষয়টি স্পষ্ট করতে সুপ্রিম কোর্ট কিংবা ডিভিশন বেঞ্চ থেকে ব্যাখ্যা আনুন। আরজি করের তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে কিনা সে ব্যাপারে একেবারে একেবারে স্পষ্ট হওয়ার পরেই আবেদন শোনা হবে বলে জানান বিচারপতি ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি।

মঙ্গলবার নির্যাতিতার বাবা জানিয়েছেন, এক্ষেত্রে দেরি হলেও তাঁরা ধৈর্য্যচ্যুত হবেন না। ন্যায় বিচারের লক্ষ্যে এই প্রক্রিয়ায় দেরি হলেও তাঁরা অপেক্ষায় রাজি বলে তাঁরা জানিয়েছেন। তবে এক্ষেত্রে সিবিআই যে বক্তব্য আদালতে পেশ করেছে তাতে আপত্তি জানিয়েছে নির্যাতিতার পরিবার। আরজি কর তদন্ত যে শীর্ষ আদালতের নজরদারিতেই চলছে একথা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানায়নি বলেও এদিন আদালতে সওয়াল করতে শোনা যায় নির্যাতিতার পরিবারের আইনজীবীকে। তবে এক্ষেত্রে সিবিআইয়ের স্পষ্ট অবস্থান, তাঁদের আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নজরদারিতেই চলছে আরজি কর তদন্ত। 

Advertisment

আরও পড়ুন- CFSL report on RG Kar Case: সেমিনার হলে নির্যাতিতার প্রতিরোধের কোনও চিহ্নই নেই! সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে চাঞ্চল্য

আরও পড়ুন- West Bengal News Live: জাল নথি নিয়ে অবৈধভাবে বসবাস, পুলিশের জালে ৫ বাংলাদেশি-সহ ১১

আরও পড়ুন- West Bengal Weather: বর্ষশেষের সপ্তাহেও ঠান্ডার দেখা নেই! বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাত, দক্ষিণে জাঁকিয়ে শীত কবে?

এমনকী তদন্তের অগ্রগতির রিপোর্ট দফায়-দফায় সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হচ্ছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এদিন তাঁর বক্তব্যে জানিয়েছেন হাইকোর্টকে। নির্যাতিতার পরিবার এবং সিবিআই আইনজীবীর বক্তব্য শোনার পর এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। তাই এখনই এ ব্যাপারে নির্যাতিতার পরিবারের আইনজীবীর বক্তব্য শোনার প্রয়োজন মনে করছেন না তিনি।

supreme court cbi kolkata highcourt highcourt Bangla News Bengali News Today RG Kar Medical College RG Kar Case news in west bengal news of west bengal