RG Kar Case News: সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার
RG Kar case verdict news: আরজি কর মামলায় শাস্তি ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে তিনি অনড়। এও জানান যে, ফাঁসির দাবিতে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হবে। মঙ্গলবারই আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
Advertisment
এদিন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। প্রসঙ্গত, সোমবার আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে আবারও দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজার সওয়াল করেছিলেন সিবিআই আইনজীবী। অন্যদিকে, সঞ্জয় রায়ের আইনজীবী তাঁর মক্কেলকে সংশোধনের সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন।
একটানা ৫ মাসেরও বেশি সময় ধরে চলেছে আরজি কর মামলা (RG Kar Case)। আরজি কর কাণ্ডে গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। সোমবার সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস।
আরজি করের ঘটনাকে বিরলতম আখ্যা দিয়ে সঞ্জয়ের ফাঁসির শাস্তির সওয়াল করেছিলেন CBI আইনজীবী। শেষমেশ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক। বিচারক আদেশনামায় লিখেছেন, আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম হিসাবে তিনি বিবেচনা করছেন না। যদিও শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এসেছেন।
আরজি কর মামলায় আদালতের এই রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার বলেছেন, "আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতে রায় নিয়ে কিছু বলব না। আমরা তো তিনটি মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি। এই মামলাও আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছ। এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।"
এর পর সন্ধের দিকে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, আরজি করে জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের মামলায়, আজ আদালতের রায় দেখে আমি সত্যিই স্তম্ভিত! আদালত এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম মামলা নয় বলে উল্লেখ করেছে! আমি নিশ্চিত যে আরজি কর মামলা সত্যিই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যেখানে দোষীর একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আদালত কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম মামলা নয়? আমরা এই সবচেয়ে ভয়াবহ এবং সংবেদনশীল মামলায় দোষীর মৃত্যুদণ্ড চাই এবং একথা আমি জোর দিয়ে বলছি। সম্প্রতি, গত তিন চার মাসে, আমরা এই ধরণের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছি। তাহলে, কেন, এই ক্ষেত্রে, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি? আমি দৃঢ়ভাবে মনে করি যে এটি একটি জঘন্য অপরাধ যার এক মাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমরা হাইকোর্টে দোষীর মৃত্যুদণ্ডের জন্য আবেদন করব"।