RG kar victims family met Mohan Bhagwat: অভয়া কাণ্ডের তদন্ত নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর পরিবার। সিবিআইয়ের তদন্তের ওপর আস্থা হারিয়েছেন। তদন্ত নিয়ে তাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। এবার আরজি কর মেডিক্যাল কলেজের নিহত ছাত্রীর বাবা মা দেখা করলেন আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে। এই মূহুর্তে আরএসএস প্রধান বাংলা সফরে আছেন।
৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। এমনকী প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলেও গুরুতর অভিযোগ ওঠে ওই মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ক্ষমতাসীনদের বিরুদ্ধে। তদন্ত শেষে একমাত্র অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। তাকে যাবজ্জীবনের সাজা শোনায় শিয়ালদা আদালত। কিন্তু অভয়ার বাবা মা সহ বহু মানুষ বিশ্বাস করে সঞ্জয় রায় একা অপরাধী নয়। কিছু চেপে যাওয়া হচ্ছে। এই আবহে মোহন ভাগবতের সঙ্গে অভয়ার পরিবারের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল।
শনিবার নিউটাউনের অতিথি আবাসে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসক তরুণীর বাবা মা। নির্যাতিতার পরিবারের দাবি করে আসছে সিবিআই সঠিক ভাবে তদন্ত করছে না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা প্রয়োজন বলেও মনে করেন নির্যাতিতার পরিবার।
আরও পড়ুন- Kalyani Blast: কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ, ধৃতকে জেরায় মারাত্মক তথ্য?
কিছুদিন আগেই রাজ্যপালের সঙ্গেও দেখা করে অভয়ার পরিবার আবেদন করেছিল যাতে তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অথবা দেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করানো হয়। এবার সেই নির্যাতিতার পরিবার দেখা করলেন আরএসএস প্রধানের সঙ্গে। আজ দীর্ঘ দেড় ঘন্টা নির্যাতিতার পরিবারের সঙ্গে আলোচনা করেন মোহন ভগবত। এর আগে আরজি করের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন সঙ্ঘপ্রধান। নারকীয় ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি রাজ্য প্রশাসনের সমালোচনাও করেছিলেন তিনি। সেই সঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামা চিকিৎসকদের আন্দোলনকেও সমর্থন করেছিলেন আরএসএস প্রধান। তবে এদিন নির্যাতিতার পরিবারকে তিনি কী পরামর্শ দিয়েছেন বা তাঁদের সঙ্গে তাঁর কী কথা হয়েছে সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।