RG Kar doctor: আরজি কর মামলা কবে শুনবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, এরপর জানা যায় যে প্রধান বিচারপতি আসছেন না। তাই মামলার শুনানি ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার হবে না। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদীরা। তারপর বৃহস্পতিবারই শুনানির নতুন দিন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
এই মামলার দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে। বৃহস্পতিবার শুনানি হবে, সেকথা মাথায় রেখে প্রতিবাদীরা নানা কর্মসূচিও ঘোষণা করেছিলেন। কিন্তু, আগের সন্ধ্যায় বুধবার, শীর্ষ আদালত এনিয়ে এক বিজ্ঞপ্তি জারি করে। তাতে স্পষ্ট করে দেয় যে, বৃহস্পতিবার শুনানি হবে না। সুপ্রিম কোর্টের এই বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।
আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে গত ৯ অগাস্ট থেকেই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। বুধবার রাতে তাঁরা আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালানোর কর্মসূচি পালন করেছেন। সেই প্রতিবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোসও শামিল হয়েছিলেন। প্রতিবাদে অংশ নিয়েছিলেন অগুণতি মানুষ। যার জেরে, বুধবার রাত ৯টার পরে শহর কলকাতার বিস্তীর্ণ অংশ অন্ধকার হয়ে গিয়েছিল। মোমবাতি জ্বেলে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছিলেন আন্দোলনকারীরা। মামলার তারিখ পিছিয়ে যাওয়ায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা হতাশা প্রকাশ করেছিলেন। তারপরই বৃহস্পতিবার আদালত শুনানির নতুন তারিখ ঘোষণা করল। আদালত জানিয়েছে, শুনানি হবে আগামী সোমবার, ৯ সেপ্টেম্বর।
আরও পড়ুন- পদ খোয়াতে পারেন বিনীত গোয়েল? কে হবেন কলকাতা পুলিশের নয়া সিপি, চর্চায় এই তিন দুঁদে IPS
এর আগে বৃহস্পতিবারই নির্যাতিতার মা-বাবার বক্তব্যের ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক বৈঠক করেন। তৃণমূলের সেই ভিডিওয় শোনা যায়, নির্যাতিতার মা-বাবা বলছেন যে পুলিশ তাঁদের কোনও টাকা অফার করেনি। এর আগে বুধবারই সাংবাদিক বৈঠকে নির্যাতিতার মা-বাবা অভিযোগ করেছিলেন যে পুলিশ তাঁদের মুখ বন্ধ করানোর জন্য টাকা অফার করেছিল। ডিসি নর্থ নিজে টাকা দিতে চেয়েছিলেন।