Advertisment

Kolkata Police: পদ খোয়াতে পারেন বিনীত গোয়েল? কে হবেন কলকাতা পুলিশের নয়া সিপি, চর্চায় এই তিন দুঁদে IPS

Kolkata Police: বেশ কয়েক দিন ধরেই প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে বদল হতে পারে কলকাতা পুলিশ কমিশনার। তাহলে নতুন নগরপাল কে হচ্ছেন? প্রশাসনিক মহলে চর্চায় তিন দুঁদে পুলিশকর্তার নাম।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Vineet Goyal, CP, Rg Kar Protest, সিপি, বিনীত গোয়েল, আরজি কর

আরজি কর কাণ্ডের জেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতার নগরপাল বিনীত গোয়েল

Kolkata Police: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনার পর থেকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিরোধী রাজনৈতিক দলগুলির নিশানায় তো ছিলেনই, এমনকী তৃণমূল কংগ্রেসের সাংসদ শুখেন্দু শেখর রায় তাঁর গ্রেফতারির দাবি করে বসেছিলেন। গত সোমবার কমিশনারের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযান করে জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার পুলিশ কমিশনারের পদত্যাগের জন্য স্মারকলিপি তাঁরা বিনীত গোয়েলের হাতেই তুলে দেন। তবে বেশ কয়েক দিন ধরেই প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে বদল হতে পারে কলকাতা পুলিশ কমিশনার। তাহলে নতুন নগরপাল কে হচ্ছেন?

Advertisment

নয়া পুলিশ কমিশনার পদে মূলত তিন অভিজ্ঞ আইপিএসের নাম নিয়ে জোর চর্চা চলছে। তাঁরা দীর্ঘ দিন ধরে রাজ্য পুলিশের নানা শীর্ষ পদে রয়েছেন। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকরাই মূলত থাকেন এই দুই পদে। এই তালিকায় আপাতত তিন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আছেন।

এখন এডিজি সিআইডি রয়েছেন ড. রাজারাম রাজশেখরণ। বামফ্রন্ট জমানার শেষ দিকে বর্ধমানের পুলিশ সুপার ছিলেন। ১৯৯৭ ব্যাচের আইপিএস আর রাজশেখরন। ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডে ডাইরেক্টর সিকিউরিটি, ওয়েস্ট বেঙ্গল পদে আছেন। তিনিও একসময় বর্ধমানের এসপি ছিলেন। অন্যদিকে দক্ষিণবঙ্গ এডিজি পদে রয়েছেন সুপ্রতীম সরকার। তবে কলকাতা পুলিশের অভিজ্ঞতা আছে সুপ্রতীম সরকারের। তিনি ১৯৯৭ ব্যাচের আইপিএস।

আরও পড়ুন মুখ্যমন্ত্রী সহ কলকাতা পুলিশ কমিশনের পলিগ্রাফ পরীক্ষার দাবি, সংস্কারের চিঠি ঘিরে আসরে বিজেপি

নতুন পুলিশ কমিশনারের তালিকায় সব থেকে জল্পনা ছড়িয়েছে আর রাজশেখরনের নাম নিয়ে। বাকিদের নামও পুলিশ মহলে চর্চায় রয়েছে। তবে সরকারি ভাবে এখনও কোনও নাম ঘোষণা করা হয়নি। শুধু গুঞ্জন বা জল্পনা চলছে কে হচ্ছেন নয়া কলকাতা পুলিশ কমিশনার।

kolkata police Vineet Goyal RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case
Advertisment