/indian-express-bangla/media/media_files/cccZUKGew6ZTq94gq84L.jpg)
Sandip Ghosh Arrest Update: আরজি কর কাণ্ডে টানা ১৫ দিন জেরার পর সোমবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে সিবিআই।
Sandip Ghosh Arrest Update: অবশেষে আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ম্যারাথন জেরার পর সোমবার তাঁকে গ্রেফতার করেন সিবিআইয়ের দুর্নীতিদমন শাখা।
এই গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, 'সন্দীপ ঘোষের ফাঁসি হোক। আরও অনেকে জড়িত আছে। আরও আসুক সামনে। ব্যাপারটা আমার মেয়ে তো দুর্নীতিরই বলি হয়েছে। যা হয়েছে ভালই হয়েছে। এখনও খুশি হওয়ার মতো কিছু হয়নি।'
প্রসঙ্গত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করে অধ্যক্ষ থাকাকালীন দুর্নীতির অভিযোগের পাহাড় সামনে আসে। সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। সন্দীপ ঘোষের গ্রেফতারির পরই উচ্ছ্বাস দেখান লালবাজারের সামনে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা।
আরও পড়ুন আরজি কর কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ, উচ্ছ্বাস জুনিয়র ডাক্তারদের
দুর্নীতি ইস্যুতে গ্রেফতার সন্দীপ ঘোষ
সিবিআই এর অ্যান্টি করাপশন উইং -এর পক্ষ থেকে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা তদন্ত চালানো হচ্ছিল। সূত্রের খবর, সেই তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্যই সন্দীপ ঘোষকে আটক করল সিবিআই এর অ্যান্টি করাপশন উইং। উল্লেখ্য, নিজাম প্যালেসে এদিন সন্ধ্যায় সিবিআইয়ের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল নিজাম প্যালেস চত্বরে।