RG kar Hospital case: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। এর মধ্যেই মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি ও সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতা তরুণীর পরিচয় প্রকাশ করার অপরাধে এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । তালতলা অঞ্চল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আরজি কর কাণ্ডে ভুয়ো পোস্টের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি শাখা। নির্যাতিতার ছবি ও পরিচয় প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের তরফে। কিন্তু অভিযুক্ত ওই পড়ুয়া পুলিশের সেই নির্দেশ না মেনে নির্যাতিতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় সামনে আনে।পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিযুক্তের ইন্সটা পোস্টের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়। এরপরই অভিযুক্তকে জেরা করে আটক করা হয় কলকাতা পুলিশের তরফে।
আরও পড়ুন - < RG Kar Case: এই নিয়ে চতুর্থবার, আরজি কর কাণ্ডে ফের CBI দফতরে সন্দীপ ঘোষ >
আরজি কর কাণ্ডে গতকালই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারকে তলব করে লালবাজারের। শুধু কুণাল সরকারই নন, আরও এক বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল বাংলা। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর হাতে। এই ঘটনার তদন্ত নেমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। সেই সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারকে তলব করেছে কলকাতা পুলিশ। তলব করা হয়েছে আরও এক বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও। সূত্রের খবর, আরজি কর কাণ্ডের পর এই দুই চিকিৎসক বেশ কিছু মন্তব্য করেছিলেন, সেই কারণেই তাঁদের ডাকা হয়েছে লালবাজারের তরফে ।
আরও পড়ুন - < Rg Kar Case-Suvendu Adhikari: ‘শুধু নবান্ন অভিযানের ডাকটা দিন, বাকিটা আমরা করে নেব’, নির্যাতিতার বাবাকে আর্জি শুভেন্দুর >
এদিকে আরজি কর কাণ্ডের প্রেক্ষিপ্তে হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য নতুন আইন আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত ৭০ চিকিৎসক। পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকরা মোদীকে লেখা চিঠিতে আরজি কর কাণ্ডে সংগঠিত অপরাধের দ্রুত বিচার ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হিংসা মোকাবেলায় একটি পৃথক আইন আনার দাবি জানান।
চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হিংসার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ৭০ জনেরও বেশি পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক। তারা আরজি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবির পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হিংসার ঘটনা মোকাবেলায় একটি পৃথক আইন আনারও দাবি জানিয়েছেন। তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার কথা উল্লেখ করে চিকিৎসকরা লিখেছেন, "এটা স্পষ্ট যে এই ধরনের নৃশংসতা বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। আমরা এই ধরণের ঘটনা রোধে অবিলম্বে এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।"
চিকিৎসকদের তরফে আরও জানানো হয়েছে, এই ধরনের ঘটনা রুখতে ২০১৯ সালে ‘দ্য প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যাগেইনস্ট ডক্টরস, মেডিক্যাল প্রফেশনালস অ্যান্ড মেডিক্যাল ইনস্টিটিউশন বিল’ প্রস্তুত করা হয়েছিল। যা এখনও পর্যন্ত সংসদে পেশ হয়নি। স্বাস্থ্য কর্মীরা যাতে নির্ভয়ে রোগীদের পরিষেবা দিতে পারেন তার জন্য এই বিল অবিলম্বে সংসদে পাশ করানো হোক।