kunal Ghosh on tekka promotion: আরজি কর আবহে সাধারণকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এর প্রেক্ষিপ্তে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও তিনি সেদিন আরজি কর কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবিও জানিয়েছিলেন। মাননীয়ার সেই আর্জিকে খোঁচা দিয়ে উৎসবে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
জুনিয়র ডাক্তারদের আর্জি মানল রাজ্য, সন্ধেয় নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে আহ্বান
এবার শহরের বুকে 'আমার মেয়েকে কে ফেরাবে' টেক্কা ছবির এমন পোস্টারকে কেন্দ্র করেই সৃজিত-স্বস্তিকাকে নিশানা করে ছবির প্রচার কৌশল নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। উৎসবে না ফিরলেও নিজের ছবি টেক্কার প্রচারে কেন আরজি করের আবেগকে কাজে লাগানো হল তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা। কুনাল ঘোষের নিশানায় ছবির পরিচালক সৃজিত ও ছবির নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর মতে স্বস্তিকা মুখোপাধ্যায় আগেই বলে দিয়েছেন উৎসবে ফিরবেন না, তাহলে কেন আরজি করের আবেগকে কাজে লাগিয়ে ছবির প্রচার করছেন?
সৃজিতের ছবি টেক্কাকে খোঁচা তৃণমূল নেতা কুনাল ঘোষের। শহরে ছবির একটি পোস্টার ট্যুইট করে কুনাল ঘোষ লিখেছেন, "যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল"।
অভিষেকের মুখেও #JusticeForRGKar! জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা
আরজি কর কাণ্ডে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নাগরিক আন্দোলনের একেবারে প্রথম সারিতে থেকে প্রতিবাদে সামিল হয়েছেন। দীপ্ত কন্ঠে ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন তিনি। সে কারণেই কী শাসকের নিশানায় পড়তে হয়েছে অভিনেত্রীকে? এমন প্রশ্ন তুলেছেন নেটজনতার একাংশ। পাশাপাশি কুনাল ঘোষ তার এক্স পোস্টে সৃজিতকে কটাক্ষ করে লিখেছেন, 'সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।'