RG Kar Protests: ডাক্তারদের আন্দোলনে রাজনীতির গন্ধ,সুপ্রিম নির্দেশ জারি করতে কড়া পথে হাঁটতে চলছে রাজ্য? এপ্রশ্নের উত্তরে রাজ্য সরকারের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য সরাসরি কিছু না বললেও সুপ্রিম নির্দেশ কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য নবান্নের তরফে আজকে সন্ধ্যা ৬টায় বৈঠকে যেতে কোন বাধা নেই বলেই জানিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে রাজ্যের কাছে। তার মধ্যে বলা হয়েছে, কমপক্ষে ৩০ জন প্রতিনিধিকে বৈঠকে যাওয়ার অনুমতি দিতে হবে। পাশাপাশি বৈঠক লাইভ সম্প্রচারের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানানো হয়েছে। এর সঙ্গে আন্দোলনরত ডাক্তারদের তরফে বলা হয়েছে বৈঠকে ৫টি দাবির ওপর আলোচনা চলবে। এর বাইরে কোন বিষয়ে আলোচনা নয়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বৈঠক করতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত ডাক্তাররা।
যদিও সেই শর্তের পালটা রাজ্য সরকারের তরফে কোন মেল বা চিঠি আন্দোলনকারী চিকিৎসকদের দেওয়া হয়নি। এদিন সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিপিকে নিয়ে এক সংবাদ সম্মেলনে করেন। এদিনের সংবাদ সম্মেলনে রাজ্য প্রশাসনের তরফে ফের আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে ডাক্তারদের শর্তের পালটা রাজ্যের তরফে বলা হয়েছে, 'শর্ত রেখে কোন আলোচনা সম্ভব নয়। খোলা মনে আলোচনা করতে চেয়েছিল রাজ্য সরকার'। পাশাপাশি আন্দোলনের পিছনে রয়েছে রাজনীতির গন্ধ রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এদিনের সংবাদ সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'খোলা মনে আলোচনা চেয়েছিল সরকার। ওরা সেটা মানেনি। শর্ত রেখে কোন আলোচনা হয় না। সুপ্রিম নির্দেশ মেনে চলা সকল নাগরিকের দায়িত্ব। ডাক্তারদের সেই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। কোনও সিএম ও তে ভোর ৩টে ৪৫ মিনিটে ই-মেল আসাটা স্বাভাবিক নয়। আমরা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছি। আমরা চাই ওঁরা যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরুন। বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে হাজির চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
চন্দ্রিমা বলেন, 'সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিতেই হবে। এই পরিষেবা রোগীর পরিষেবা, এটা বন্ধ করা সঠিক নয়। রাজনীতিতে না গিয়ে যা কর্তব্য পালনে তা পালন করুন, ডাক্তারদের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর । পাশাপাশি রাজ্য পুলিশের ডিজিপি সংবাদ সম্মেলনে বলেন, কাজের ক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। তার জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছে রাজ্য পুলিশ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-এর এমন প্রতিক্রিয়ার জুনিয়ার ডাক্তাররা বলেছেন, 'শর্ত রাজ্য সরকারের তরফে রাখা হচ্ছে। রাজনীতির কোন রঙ আমাদের এই আন্দোলনে নেই। আমাদের ৫ দফা দাবি মেনে নিলে আমরা আগামীকালই কাজে ফিরতে রাজি'।
উল্লেখ্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফের আলোচনায় বসার ডাক দেওয়া হয় নবান্নের তরফে। বুধবার ফের একবার চিঠি মারফত আন্দোলনকারীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আজ, সন্ধে ৬টায় নবান্নে বৈঠকে ডাকা হয়েছে তাঁদের। চিঠিতে বলা হয়েছে, সন্ধে ৬টায় ১২-১৫ জন প্রতিনিধি নবান্নে এসে আলোচনায় বসতে পারেন। সেইসঙ্গে চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দিয়ে আন্দোলনকারীদের কাজে ফেরার অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধেয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠিয়ে নবান্নে ডেকে পাঠানো হয়েছিল। স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন ডাক্তাররা, সেই স্বাস্থ্যসচিবের মেল আইডি থেকেই আন্দোলনকারীদের কাছে নবান্নে যাওয়ার কথা জানিয়ে ইমেল যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কথা শুনবেন বলে তৈরি ছিলেন নবান্নে। সন্ধে ৬.১০ মিনিটে আন্দোলনকারীদের ১০ প্রতিনিধিকে নবান্নে বৈঠকে যেতে বলা হয়েছিল। সেই ইমেলের কোনও উত্তর দেননি জুনিয়র ডাক্তাররা। শেষমেশ মুখ্যমন্ত্রী সন্ধে সাড়ে ৭টায় নবান্ন ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে আন্দোলনকারী চিকিৎসকরা সরকারের বৈঠক-বার্তায় অপমানিত বোধ করেছেন। এর কারণও তাঁরা স্পষ্ট করেছেন।
আজ বুধবার ধরনাস্থল থেকে জুনিয়র ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করে জানান, তাঁরা বুধবার ভোরে ৩.৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে ই-মেল পাঠিয়েছেন। সেই ই-মেলে জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন, আলোচনা করতে তাঁরা প্রস্তুত। তাঁদের ৩০ জনের প্রতিনিধি দলকে বৈঠকে থাকার অনুমতি দিতে হবে। বৈঠকের স্বচ্ছতা বজায় রাখতে বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
'পাবলিক মরছে ডাক্তাররা কী করে সুরক্ষিত থাকবে', আন্দোলনরত চিকিৎসকদের বেনজির হুঁশিয়ারি!
মোবাইল বন্দী গৃহবধূর স্নানের অশ্লীল ভিডিও! হাতে নাতে পাকড়াও যুবক, ইংরেজবাজারে ধুন্ধুমার
আরও পড়ুন নবান্নে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী, গেলেনই না জুনিয়র ডাক্তাররা, আরও বাড়ল আন্দোলনের ঝাঁঝ
আরও পড়ুন স্বাস্থ্য ভবনের সামনে চরম বিশৃঙ্খলা, অগ্নিমিত্রা পালকে দেখেই 'গো-ব্যাক' স্লোগান জুনিয়র ডাক্তারদের