Advertisment

'পাবলিক মরছে ডাক্তাররা কী করে সুরক্ষিত থাকবে', আন্দোলনরত চিকিৎসকদের বেনজির হুঁশিয়ারি!

Junior Doctor protest: আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। প্রতিবাদে উত্তাল রাজপথে। ৬ দফা দাবিতে গতকাল দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন জুনিয়ার চিকিৎসকরা। এবার আন্দোলনরত চিকিৎসকদের বেনজির হুমকি!

author-image
IE Bangla Web Desk
New Update
Junior Doctor protest

'পাবলিক মরছে ডাক্তাররা কী করে সুরক্ষিত থাকবে', আন্দোলনরত চিকিৎসকদের বেনজির হুঁশিয়ারি শাসকের

Junior Doctor protest: আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। প্রতিবাদে উত্তাল রাজপথে। ৬ দফা দাবিতে গতকাল দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন জুনিয়ার চিকিৎসকরা। এবার আন্দোলনরত চিকিৎসকদের বেনজির হুমকি! হুমকি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবীর। তিনি স্পষ্ট বলেছেন,  "মানুষকে পরিষেবা দেওয়া ওঁদের দায়িত্ব। আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন তাঁরা কোথায় যাবেন? একজন ডাক্তার ধর্ষণ-খুন হয়েছেন তাঁর বিচার আমরাও চাই। কিন্তু সেই ঘটনায় ডাক্তাররা সারা বছরের দাবি নিয়ে আন্দোলন করবে দিনের পর দিন তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। পরিষেবা বন্ধ থাকায় পাবলিক মরছে। ডাক্তাররা কেমন করে সুরক্ষিত থাকবেন। ডাক্তাররা ওনাদের সিকিউরিটি ওনাদের স্বার্থ দেখছেন। ওঁদের যেমন বাচার অধিকার রয়েছে, বাকী সকলের বাঁচার অধিকারি রয়েছে।

Advertisment

ফের আলোচনায় বসার ডাক নবান্নের, আন্দোলনকারীদের চিঠি মুখ্যসচিবের, কী করবেন জুনিয়র ডাক্তাররা?

পাশাপাশি তিনি হুঁশিয়ারির সুরে বলেন, "মানুষ রাস্তায় নামলে ডাক্তাররা কী করবেন তারা বুঝবেন। তারা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। ডাক্তাররা যদি শুধু ওনাদের স্বার্থ আর নিরাপত্তা দেখতে থাকেন, আম জনতার স্বার্থ দেখতে আমরাও রাস্তায় নামতে পারি। আমরা চুপচাপ এটা মেনে নেবো না। আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন? মানুষ রাস্তায় নামলে ডাক্তাররা কী করবেন তখন ওরা বুঝবেন। হয় পরিষেবা দিক না হয় চাকরি ছাড়তে হবে, কারুর জীবন গেলে সেই জনরোষে তারা যদি আক্রান্ত হন তাহলে কী হবে"?

সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের তৃণমূল যোগ স্পষ্ট, ছবি ভাইরাল হতেই কী বললেন কাউন্সিলর?

পাশাপাশি এক শ্রেণির আমলাদের নিশানা করে সরকারকে ভুল পথে চালিত করার অভিযোগ এনেছেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন,  "যারা এই সরকারের থেকে অনেক সুবিধা নিয়েছেন তাদের মধ্যে আমলাদের একটা অংশ যেভাবে দলকে ভূল পথে পরিচালিত করছে তাতে জন সাধারণের কাছে অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলকে। পুলিশ কমিশনার হোক, এসপি হোক, ওসি হোক তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত। যারা সুবিধাভোগী আমলা তারাই এই সরকারকে ২০০৬-২০১১ বুদ্ধবাবুর আমলের মত পরিচালিত করছে। যথা সময়ে পদক্ষেপ করবে দল"। 

আন্দোলনরত চিকিৎসকদের দেশদ্রোহী বলে বিতর্ক বাড়ালেন শাসক নেতা 

এর সঙ্গে আন্দোলনরত ডাক্তারদের  'দেশদ্রোহী' বলে ফের বিতর্ক উসকে দিলেন এক তৃণমূল নেতা। বসিরহাটে তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য এদিন এক ভাষণে বলেন, "আরজি কর-কাণ্ড নিয়ে এক মাস কেটে গেলেও জুনিয়ার ডাক্তাররা সুপ্রিম কোটের নির্দেশের পরেও কাজে যোগদান না করে সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করছেন। দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। মানে সংবিধানকে বিরোধিতা করছেন। সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী।"  

ডাক্তারিতে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষের কুকীর্তি প্রকাশ্যে

 

Doctor Kolkata Doctor Rape-Murder Case Doctors Death
Advertisment