RG Kar Medical College and Hospital Incident: সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ-অভীক দে, সৌরভ পাল। গতকালের পর ফের আজ সকালে তিন চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে সিজিওতে। গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত চলে জেরা। এদিন ফের সকালে সিজিও ডেকে পাঠানো হয়েছে তাদের। ১১টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি আজই ডেকে পাঠানো হয়েছে টালা থানার SI চিন্ময় বিশ্বাসকে। ইতিমধ্যে সিজিওতে হাজির হয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস। পাশাপাশি সিজিওতে এসে পৌঁছেছেন টালা থানার SI চিন্ময় বিশ্বাস। কিছুক্ষণেই শুরু হবে জেরা পর্ব।
আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ। বর্ধমান মেডিক্যালের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও এসএসকেএম-র বহিষ্কৃত চিকিৎসক অভীক দে'কে জেরা করল সিবিআই। শনিবার সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে আসেন বিরূপাক্ষ বিশ্বাস। দুপুর দুটো'র আশেপাশে সিজিও-তে এসে হাজির হন অভীক দে। গভীর রাত পর্যন্ত চলে জেরা। ফের রবিবার বিরূপাক্ষ-অভীক সহ চিকিৎসক সৌরভ পালকে ডেকে পাঠানো হয়েছে। তাদের জেরা করে সিবি আই মূলত জানতে চাইছে ঘটনার দিন কারা কারা সেমিনার হলে ছিলেন? অন্য হাসপাতালের চিকিৎসক হয়েও কার নির্দেশে সেদিন আরজি করে এসেছিলেন বিরূপাক্ষ-অভীকরা? তাও খতিয়ে দেখা হচ্ছে। ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে বেশ কিছু ফোন নম্বর হাতে এসেছে সিবিআইয়ের। সেই সঙ্গে হাতে এসেছে বেশ কিছু ছবিও। সেই সবের ভিত্তিতেও সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে জেরা করে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই।
বঙ্গে শেষ অধীর জমানা, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এবার রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর
আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বারে বারে উঠে এসেছে বিরূপাক্ষ বিশ্বাস-অভীক দে'র নাম। সেমিনার হলে ভাইরাল হওয়া সেদিনের ভিডিওতেও দেখা গিয়েছিল সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে। একই সঙ্গে 'থ্রেট কালচারের' সঙ্গেও নাম জড়িয়েছে তাদের। এবার সিবিআইয়ের স্ক্যানারে দুই চিকিৎসক। গতকালই আরজি কাণ্ডে বহিষ্কৃত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে-অভীক দে-কে সিজিওতে ডেকে পাঠায় সিবিআই। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ এই দুই চিকিৎসক । বিরূপাক্ষ-অভীকের বিরুদ্ধে মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’র অভিযোগ উঠেছে। এর সঙ্গে, আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে বহিষ্কৃত চিকিৎসক অভীক দে-বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতি নিয়েও একাধিক প্রশ্ন সামনে আসে। সেই সব বিষয়ে জানতে তলব করা হয় দুই চিকিৎসককে। তাদের থেকে একাধিক বিষয় জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। গতকাল গভীর রাত পর্যন্ত চলে জেরা।
'বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ হবে', মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই হুঙ্কার অতীশির
বিরূপাক্ষের বিরুদ্ধে মেডিকেলে পড়ার সুযোগ করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ সামনে এসেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে যারা মূলত আরজি কর কাণ্ডে বহিরাগত তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা দেখেই ডাকা হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ দুই বহিষ্কৃত চিকিৎসককে। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। বহিরাগত চিকিৎসক হয়েও খুনের দিন তারা কী করছিলেন আরজি কর হাসপাতালে জানতে চাইছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মূলত ধর্ষণ-খুনের ঘটনায় তলব করা হয়েছে বিরূপাক্ষ-অভীক দে'কে। ৯ অগাস্ট তরুণী চিকিৎসক খুনের দিন সেমিনার রুমে ছিলেন তারা। সেখানে কেন গিয়েছিলেন? কী করছিলেন? কার নির্দেশে সেখানে তারা গিয়েছিলেন তাও জানতে চাওয়া হবে তাদের কাছ থেকে। ঘটনার বিষয়ে কখন জানতে পেরেছিলেন? সেটাও খতিয়ে দেখবে সিবিআই। ৯ অগাস্ট ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। যদিও কলকাতা পুলিশ অভীক দে'কে 'ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট' বলে দাবি করেন। সেই অভিযোগ উড়িয়ে দেন IMA রাজ্য শাখা।