Advertisment

RG Kar Medical College: দুর্নীতির আঁতুড়ঘর আরজি কর! তদন্তে সিট গঠন নবান্নের, ভাঙবে ঘুঘুর বাসা?

RG Kar Medical College and Hospital: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল। এবার হাসপাতালেই আর্থিক বেনিয়মের মারাত্মক অভিযোগ উঠল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Medical College: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ।

RG Kar Medical College: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ।

RG Kar Medical College and Hospital: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল। এবার হাসপাতালেই আর্থিক বেনিয়মের মারাত্মক অভিযোগ উঠল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল রাজ্য সরকার। তিন বছরের বেশি সময় ধরে চলা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দিয়েছে নবান্ন। এই সিটের নেতৃত্ব দেবেন আইপিএস আধিকারিক প্রণব কুমার।

Advertisment

রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত আরজি কর মেডিক্যাল কলেজে যে সমস্ত আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তা তদন্ত করবে সিট। তদন্তের প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল হাসপাতালের সমস্ত বিভাগ, দফতরের এবং বেসরকারি এজেন্সির নথিপত্র পরীক্ষা করে দেখতে পারবে। এই সিটের মাথায় থাকছেন রাজ্য পুলিশের আইজি প্রণব কুমার। তাঁর সহকারী থাকছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়।

তদন্তের স্বার্থে এই দল পুলিশের অন্য কোনও অফিসার, বা কর্মীর সাহায্য নিতে পারবেন। একমাসের মধ্যে তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দিতে হবে বলে সময় বেঁধে দিয়েছে নবান্ন।

আরও পড়ুন মেডিক্যাল কলেজে অকাল বোধন 'অভয়া'র, দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত মূর্তিকেই দেবীজ্ঞানে পুজো

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ওই ঘটনার পর সরানো হয় হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। পুলিশি তদন্তের মধ্যেই মামলার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্ত চালাচ্ছে এই ঘটনার।

আরও পড়ুন যৌনাঙ্গ-সহ শরীরে একাধিক আঘাত, শ্বাসরোধ করে চিকিৎসককে খুন, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

RG Kar Medical College West Bengal West Bengal Police Corruption
Advertisment