/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/bjp-1.jpg)
পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা বিজেপি কর্মী-সমর্থকদের। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Swastha Bhavan Abhijan: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেক স্বাস্থ্য ভবন চত্বরে। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি পুলিশের। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোলে আটক দলেরই বেশ কয়েকজন নেতা-কর্মী। শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যদের আটক করে গাড়িতে তোলে পুলিশ। পুলিশের গাড়ির মাথায় উঠে বিক্ষোভ বিজেপি কর্মীদের। আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা।
এদিন হাডকো মোড় থেকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পালরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলি থেকে বহু বিজেপি কর্মী-সমর্থক এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।
তবে মিছিল আটকাতে এদিন আগে থেকে নজিরবিহীন তৎপরতা নিয়েছিল পুলিশ। স্বাস্থ্য ভবনের অনেক আগে থেকে রাস্তায় ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতা অর্জুন সিংকে দেখা যায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে। তাঁকে বাধা দিতে গেলে বেশ কয়েকজন বিজেপি কর্মী ধেয়ে যায় পুলিশের দিকে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। উল্টোদিকে, ততক্ষণে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্য নেতাদেরও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/BJP-March.jpg)
আরও পড়ুন- ফের সরকারি হাসপাতালে হুমকির মুখে কর্মরত মহিলা চিকিৎসক, নালিশ থানায়, অভিযোগ স্বাস্থ্য দফতরেও
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা শমীক ভট্টাচার্যদের গাড়িতে তুলে নেয় পুলিশ। সেই গাড়ির ছাদে উঠে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বারবার উত্তেজিত বিজেপি কর্মীদের শান্ত থাকার অবুরোধও জানাতে দেখা গিয়েছে পুলিশ আধিকারিকদের।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/BJP-March-2.jpg)
আরও পড়ুন- RG Kar Case: ‘রাজ্য যা করেছে ৩০ বছরের কেরিয়ারে এমন দেখিনি’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি