RG Kar Junior Doctors Protest: সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানির পর মঙ্গলবার গভীর রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন, যত দিন না সব দাবি মেনে নেওয়া হচ্ছে তত দিন আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। তাঁরা বলেছেন, 'আমাদের তরফ থেকে আলোচনার পথ খোলা রয়েছে। যত দ্রুত এর সমাধান করা যায় তত ভাল। সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা এখানেই আছি।'
গভীর রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা দাবি জানান, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন হোক। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হলেও কিন্তু কোনও সিদ্ধান্তে আসা যায়নি। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি, 'রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি চয়ন করা হোক। আরজি করের মতো ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তার জন্য এই পদক্ষেপ প্রয়োজন।'
জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, ফের রাজ্য সরকারকে চিঠি দেওয়া হবে। আন্দোলনকারীদের বক্তব্য, 'আমাদের চতুর্থ-পঞ্চম দফা দাবি এবং স্বাস্থ্যসচিবকে নিয়ে আমাদের যা দাবি ছিল তা নিয়ে ফের আলোচনায় বসতে চাই। রাজ্যের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন। বুধবার সকালের মধ্যে লিখিত দাবিপত্র পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। আমরা কাজে ফিরতে চাই। আমরা চাই অতি দ্রুততার সঙ্গে এই অচলাবস্থা কাটুক।'
আরও পড়ুন দ্রোহকাল, পুঞ্জীভূত ক্ষোভের আউটবার্স্ট', জাগো বাংলার পদ ছেড়ে বিস্ফোরক সুখেন্দু শেখর
কী বলেছেন জুনিয়র ডাক্তাররা?
সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা বলেন, 'গত ৩৯ দিন ধরে এই আন্দোলন চলছে। আন্দোলনকে কালিমালিপ্ত করার অনেক চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৫ দফা দাবি নিয়ে সোমবার আলোচনা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টেও সমালোচনা হয়েছে। আরজি করে যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তার সবটা এখনও হয়নি। পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা কিংবা নিরাপত্তারক্ষী এখনও মোতায়েন হয়নি। আমরা চাই সেগুলো দ্রুত করা হোক।'